ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

ঢাকা মেডিকেলে রোগীর স্বজনদের সঙ্গে প্রতারণা, নারী দালাল আটক

প্রকাশিত: ২০:১০, ১৯ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২০:২৫, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

ঢাকা মেডিকেলে রোগীর স্বজনদের সঙ্গে প্রতারণা, নারী দালাল আটক

অভিযুক্ত চম্পা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনদের কাছ থেকে প্রতারণা করে টাকা আদায় করা এক নারী দালালকে আটক করে পুলিশে দিয়েছে রোগীর স্বজনরা। আটক হওয়া ওই নারী প্রতারকের নাম চম্পা (৩৫)। তিনি দীর্ঘদিন ধরে হাসপাতালটিতে রোগীর স্বজনদের সাথে বিভিন্নভাবে প্রতারণা করে আসছিল।

বুধবার বিকেলে হাসপাতালের জরুরি বিভাগ থেকে তাকে আটক করে পুলিশে দেয়া হয়। তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।

জানা যায়,  রোগী সেলিমা বেগম (৪৭) নামে ব্রেইন স্ট্রোক করা এক রোগীকে নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দড়িকান্দি এলাকা থেকে ১৭ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেলে আসেন তার পরিবার। 

সেলিমা বেগমের স্বামী ইয়াজ উদ্দিন ও পরিবারের অন্য সদস্যরা অভিযোগ করে জানান, সেদিন হাসপাতালটির জরুরি বিভাগে রোগী নিয়ে আসার পর দেখা হয় হুইলচেয়ার নিয়ে দাঁড়িয়ে থাকা চম্পার সাথে। তখন ওই হুইল চেয়ার করেই রোগীকে হাসপাতালে ভিতরে চিকিৎসকের কাছে নিয়ে যায় চম্পা। চিকিৎসক তার মাথার সিটিস্ক্যান পরীক্ষা দিলে চম্পা রোগীকে হাসপাতাল থেকে ভাগিয়ে নীলক্ষেত এলাকায় "হোম কেয়ার" নামে একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে রোগীকে রেখে চম্পা কৌশলে চলে আসেন। পরে ওই হাসপাতাল কর্তৃপক্ষ তাদের কাছ থেকে বিভিন্ন কারণ দেখিয়ে ৩০ হাজার টাকা বিল আদায় করে। পরে তারা সেই টাকা পরিশোধ করে রোগীকে ওইদিনই আবার ঢাকা মেডিকেলে এনে ২০৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।

তারা জানান, আজ ১৯ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল থেকে তাদের রোগীকে ছাড়পত্র দেন চিকিৎসকরা। এরপর প্রতারক নারীকে তারা খুঁজতে থাকেন। এক পর্যায়ে হাসপাতাল চত্বরেই তাকে হুইলচেয়ারসহ দেখতে পান। সঙ্গে সঙ্গে নিজেরাই তাকে আটক করে হাসপাতাল পুলিশ ক্যাম্পে নিয়ে যান। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, বিকেলে রোগীর স্বজনরা চম্পা নামে ওই নারীকে পুলিশ ক্যাম্পে নিয়ে আসেন। ভুক্তভোগীদের অভিযোগ, তাদের কাছ থেকে ওই নারী প্রতারক টাকা হাতিয়ে নিয়েছে। তবে তারা একবার অভিযোগ করছেন, ২৫ হাজার টাকা আবার বলছেন ৩০ হাজার টাকা নিয়েছে। তবে তারা ৩ হাজার টাকা নেয়ার টাকার রশিদ দেখাতে পেরেছেন। বিষয়টি হাসপাতালের পরিচালককে জানানো হয়েছে। পরবর্তীতে ওই অভিযুক্তকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। থানা পুলিশ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) একরামুল হক জানান, হাসপাতালের পুলিশ ক্যাম্প থেকে খবর পেয়ে চম্পা নামে ওই নারীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ করেছেন এক রোগীর স্বজনরা। এই ঘটনায় এখনও মামলা হয়নি। ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

 

হায়দার/ রাজু

×