
ছবি: সংগৃহীত।
কর্নেল আবদুল হক সম্প্রতি একটি আলোচিত বক্তব্যে দাবি করেছেন, বিডিআর হত্যাকাণ্ডে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উভয়ই দায়ী। তিনি বলেন, হাসিনার সাথে নরেন্দ্র মোদিও আসামী। এই হত্যাকাণ্ডের কারণেই শেখ হাসিনা দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় থাকতে পেরেছেন। তার মতে, এই হত্যাকাণ্ড না ঘটলে হাসিনা এতদিন ক্ষমতায় থাকতে পারতেন না, কারণ তার সেই যোগ্যতা বা ক্ষমতা ছিল না।
কর্নেল আবদুল হক আরও বলেন, "শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর পেছনে ভারতের হাত রয়েছে। ভারতের সমর্থন ছাড়া হাসিনা এতদিন ক্ষমতায় থাকতে পারতেন না।" তিনি দাবি করেন, ভারত সরকার এমন একটি পরিস্থিতি সৃষ্টি করেছিল, যাতে শেখ হাসিনা নিশ্চিতভাবে ক্ষমতায় থাকতে পারেন।
তিনি বলেন, "বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে ভারত বাংলাদেশে তার প্রভাব প্রতিষ্ঠা করতে চেয়েছিল, আর এই হত্যাকাণ্ডের সঙ্গে হাসিনার রাজনৈতিক নেতৃবৃন্দ সরাসরি বা পরোক্ষভাবে জড়িত ছিল।" কর্নেল আবদুল হক আরও মন্তব্য করেন, "এখনো পর্যন্ত হত্যাকাণ্ডের জন্য অভিযুক্তরা দেশ ছেড়ে চলে গেছে, অথচ এর জন্য স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়েছে, যা শক্তিশালীভাবে কাজ করছে।"
তাঁর দাবি, "বিডিআর হত্যাকাণ্ডের পর ক্ষমতার লোভে রাজনৈতিক পরিস্থিতি বিপথগামী হয়েছিল, যা দেশের জন্য বিপদজনক ছিল।" তিনি আরও বলেন, "তবে আমি আশাবাদী যে, প্রকৃত বিচার পাওয়া সম্ভব হবে।"
তিনি বলেন, "এটা শুধু সরকারের ভুল নয়, এমন পরিস্থিতিতে পুরো জাতি ক্ষতিগ্রস্ত হয়। এখন দলগুলোর নিজেদের সংস্কারে প্রয়োজন, যাতে যে কেউ যোগ্য এবং সৎ হয়ে নেতৃত্বে আসতে পারে।"
সূত্র: https://www.youtube.com/watch?v=N3CdX2UHuyM&ab_channel=DailyJugantor
নুসরাত