ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১

বাকশালি কালচার কোন অবস্থাতেই কপি করা যাবে না: সাইয়েদ আব্দুল্লাহ

প্রকাশিত: ১৬:০৮, ১৯ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৬:০৯, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

বাকশালি কালচার কোন অবস্থাতেই কপি করা যাবে না: সাইয়েদ আব্দুল্লাহ

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক আইন বিভাগের ছাত্র সাইয়েদ আব্দুল্লাহ তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে বলেছেন, ধরেন শিবিরকে আপনি কোনভাবেই নিতে পারেন না, তীব্র অপছন্দ করেন, তবুও আক্রমণাত্মক স্লোগান এনডোরসড করা যাবে না। এই স্লোগান হলো বাকশালি কালচার। সেই কালচার কোন অবস্থাতেই কপি করা যাবে না।

তিনি আরো বলেন, এই টাইপ স্লোগান ইটসেল্ফ একটা ক্রাইম। কথাটা শুধু শিবির নিয়ে না, শিবিরের জায়গায় অন্য যে কোন দলের ক্ষেত্রেও একই আলাপ। ধরেন আপনি ছাত্রদল দেখতে পারেন না, কিংবা আপনি বৈষম্যবিরোধী ছাত্রদের সংগঠনকে দেখতে পারেন না, তাদের ক্ষেত্রেও এই টাইপ আক্রমণাত্মক স্লোগান দেওয়া যাবে না।  

একেকজনের একেকটা রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, একেকজনের একেকটা পছন্দ-অপছন্দ থাকতে পারে, কিন্তু একপক্ষ আরেকপক্ষকে আক্রমণাত্মক স্ট্যান্ড নিতে পারে না, ভাষাও ব্যবহার করতে পারে না।

 

সূত্রঃ https://www.facebook.com/share/p/1FDKb6nLsa/

 

রিফাত

×