ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১

রাজশাহীতে সড়কে আলু ফেলে কৃষকদের প্রতিবাদ!

প্রকাশিত: ১৫:৫০, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

রাজশাহীতে সড়কে আলু ফেলে কৃষকদের প্রতিবাদ!

ছবি: সংগৃহীত

রাজশাহীতে হিমাগারের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মহাসড়কে আলু ফেলে বিক্ষোভ করেছেন আলুচাষীরা। আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে পবা উপজেলার বায়া বাজার এলাকায় এই প্রতিবাদ অনুষ্ঠিত হয়।

বেলা ১১টা থেকে কৃষকরা বায়া বাজারের পাশে জমায়েত হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে সাড়ে ১২টার দিকে মহাসড়কে আলু ঢেলে প্রতিবাদ জানান তারা। কৃষকদের দাবি, হিমাগারের ভাড়া দ্রুত পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা হোক, অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

চাষিরা জানান, এ বছর আলু উৎপাদনে খরচ আগের তুলনায় অনেক বেশি হয়েছে। এর মধ্যে হিমাগারের ভাড়া প্রতি কেজিতে ৪ টাকা থেকে ৮ টাকা করা হয়েছে, যা তাদের জন্য বড় ধাক্কা।

রাজশাহীর আলুচাষী লিমন বলেন, "হিমাগার ভাড়া কমানো না হলে আমাদের পথে বসতে হবে। মাঠেই আলু ফেলে দেওয়া ছাড়া উপায় থাকবে না। আমরা ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছি, এর মধ্যে সমাধান না হলে কঠোর কর্মসূচি নেওয়া হবে।"

কৃষকরা কোল্ড স্টোরেজ মালিকদের সিন্ডিকেট ভেঙে দিয়ে ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

আসিফ

×