ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১

সাবেক আইজিপি শহীদুলের গোপন সম্পদের ২ বস্তা নথি উদ্ধার

প্রকাশিত: ১৫:১০, ১৯ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৫:১৭, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

সাবেক আইজিপি শহীদুলের গোপন সম্পদের ২ বস্তা নথি উদ্ধার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হকের গোপন সম্পদের তথ্য সংবলিত দুই বস্তা নথি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এই নথি উদ্ধার করা হয়।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হকের বিরুদ্ধে অসাধু উপায়ে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের একটি অভিযোগের অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। অনুসন্ধান কার্যক্রমের এক পর্যায়ে দুদক গোয়েন্দা তথ্য পায় যে, শহিদুল হক তার অবৈধ সম্পদ অর্জনের তথ্য সম্বলিত নথিপত্র তার একজন নিকট আত্মীয়ের কাছে দুটি বস্তায় ভরে পাঠিয়েছেন। গোয়েন্দা তথ্যে আরও জানা যায় যে, নথিপত্রসমূহ গোপন রাখার জন্য এক আত্মীয়ের কাছ থেকে আরেক আত্মীয়ের বাসায় পাঠানো হয়। এ সব নথিপত্রে শহিদুল হকের বেআইনিভাবে অর্জিত কোটি কোটি টাকার সম্পদের তথ্য রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বলেন, মঙ্গলবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত অনুসন্ধানকারী ও কর্মকর্তা সহকারী পরিচালক রাকিবুল হায়াতের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টিম শহীদুল হকের এক আত্মীয়ের বাসায় তল্লাশি কার্যক্রম পরিচালনা করে। 

তিনি আরও বলেন, তল্লাশি চলাকালে দুইটি বস্তায় মোট ৩৮ প্রকৃতির ৪৮টি আলামত পাওয়া যায়। যার মধ্যে রয়েছে বিপুল সম্পদের দলিল, বিভিন্ন গোপনীয় চুক্তিপত্র, ডিড অব এগ্রিমেন্ট, পাওয়ার অব অ্যাটর্নি, বন্ড, এফডিআর, সংঘ স্মারক, অফার লেটার, ব্যাংক হিসাব বিবরণী ইত্যাদি।

প্রসঙ্গত, গত বছরের সেপ্টেম্বরে সাবেক আইজিপি শহীদুলকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ছাড়া সাবেক এই পুলিশ প্রধানের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক।

সজিব

×