ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১

কুয়েট সংঘাতে পুলিশের ভূমিকা নিয়ে যে প্রশ্ন তুললেন আসিফ নজরুল!

প্রকাশিত: ১৩:১১, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

কুয়েট সংঘাতে পুলিশের ভূমিকা নিয়ে যে প্রশ্ন তুললেন আসিফ নজরুল!

ছবি: সংগৃহীত

ছাত্র রাজনীতির অঙ্গনে ক্রমশ উত্তেজনা বাড়ছে। অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল তার ফেসবুক স্ট্যাটাসে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তার বক্তব্যে উঠে এসেছে বিগত সরকারের সময় পুলিশের সক্রিয় ভূমিকা এবং বর্তমান সময়ে সেই সক্রিয়তার অভাব, যা ছাত্র রাজনীতিতে সহিংসতার মাত্রা বাড়িয়ে দিচ্ছে বলে মনে করছেন তিনি।

ড. আসিফ নজরুলের মতে, আওয়ামী লীগের শাসনামলে যখনই ছাত্রলীগের সঙ্গে অন্য কোনো রাজনৈতিক সংগঠনের সংঘর্ষ বাঁধতো, পুলিশ-প্রশাসন নির্লজ্জভাবে ছাত্রলীগের পক্ষ নিতো। ফলে প্রতিপক্ষ খুব দ্রুত পিছু হটতে বাধ্য হতো। কিন্তু বর্তমান পরিস্থিতি ভিন্ন। এখন পুলিশ-প্রশাসনের ভূমিকা নিষ্ক্রিয় এবং অনেক ক্ষেত্রে বিভক্ত। ফলে কোনো একক রাজনৈতিক দলের দৌরাত্ম্য নেই।

এই পরিস্থিতিতে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে যে সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছে, তা নিয়ে ড. নজরুল গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি মনে করেন, উভয় সংগঠনই এখন নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই হিসেবে এসব সহিংসতায় জড়াচ্ছে, যেখানে কোনো পক্ষই সহজে পিছু হটবে না।

আসিফ

×