ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩১

আ. লীগ নেতাকে ছেড়ে দেয়ায় ওসি ও এসপিকে নিয়ে ইলিয়াসের স্ট্যাটাসে তোলপাড়

নিজস্ব সংবাদদাতা, বাউফল, পটুয়াখালী

প্রকাশিত: ১১:১২, ১৯ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১১:৩০, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

আ. লীগ নেতাকে ছেড়ে দেয়ায় ওসি ও এসপিকে নিয়ে ইলিয়াসের স্ট্যাটাসে তোলপাড়

ছবিঃ সংগৃহীত

গ্রেপ্তারের পর আওয়ামী লীগ নেতাকে  ছেড়ে দেয়ার ঘটনায় ওসি ও এসপিকে নিয়ে সাংবাদিক ইলিয়াস হোসেনের পোস্ট নিয়ে তোলপাড়

বাউফল থানার ওসি ও পটুয়াখালী পুলিশ সুপারকে নিয়ে দেশের বাইরে অবস্থানরত সাংবাদিক ইলিয়াস হোসেনের পোস্ট নিয়ে তোলপাড় চলছে। মঙ্গলবার রাতে ইলিয়াস হোসেন তার ভেড়িফায়েড ফেসবুকেরে পোস্টে উল্লেখ করেন“ পটুয়াখালীর বাউফল থানার ওসি ২লাখ ও এসপি ৫লাখ টাকার বিনিময় কালাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও হত্যা চেষ্টা মামলঅর আসামী শাকিলকে গ্রে‘ফতা’রের ১০ ঘন্টা ছেড়ে দেয়া হলো। ওসি কামাল হোসেন গত ১৫ বছরৈ আওয়ামী লীগের সুবিধাভোগী  এবং তার বিরুদ্ধে ছা‘ত্র হত্যায় জড়িত থাকার অ‘ভিযোগ রয়েছে। পোস্টে ওসির ও সাকিলের ছবি যুক্ত করে দেয়া হয়। 

সাংবাদিক ইলিয়াস হোসেন এই পোস্ট দেয়ার পর তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। শুরু হয় তোলপাড়। নেটিজেনরা নানা ধরণের কমেন্ট করেন। একজন  কমেন্ট করেন ওসি ঘুষ খাননা, হাদিয়া খান। অপর একজন  কমেন্ট করেন, বাউফলে প্রশাসনিক শক্তির উন্নতি কার দরকার, কোথাও জানি একটা মার পেচ রয়ে গেছে। 

ইলিয়াস হোসেনের এই পোস্টে  গত কাল (মঙ্গলবার)রাত ১০টা ৩২ পর্যন্ত ৬০৩ কমেন্ট, ৮.৯কে রিয়েক্ট এবং৮৫০ শেয়ার হয়েছে। 

খবর নিয়ে জানা গেছে, সোমবার রাতে অপারেশন ডেভি্ল হান্ট এ পুলিশের হাতে গ্রেপ্তার হন, কালাইয়া ইউনিয়ন আওয়ামী লগের সভাপতি শাকিল হোসেন।  ওইদিন রাতেই তাকে ছাড়িয়ে নিতে বিএনপির কতিপয় নেতাকর্মীরা থানায় জড়ো হন এবং তদবির শুরু করেন। একপর্যায়ে ওসি কামাল হোসেন শাকিলকে মুচলেকা নিয়ে বিএনপি করার শর্তে ছেড়ে দেন। 

সেই মুচলেকাটি জনকণ্ঠের নিজস্ব সংবাদদাতার হাতে এসে পৌঁছেছে। মুচলেকায়  কালাইয়া ইউনিয়ন বিএনপির নেতা জিএম নিউটন,একেএম মনজুর আলম, রিয়াজ রহমান ও মেহেদি হাসানসহ ৪ জন স্বাক্ষর করেন। 

ওসি কামাল হোসেন ৫ আগস্ট ফেসিস্ট হাসিনা সরকারের  পতনের  কিছু দিন পর বাউফল থানায় যোগ দান করেন। এর আগে তিনি পটুয়াখালী কোট ইন্সেপেক্টর হিসাবে দায়িত্বে ছিলেন। 

এ ব্যাপারে ওসি কামাল হোসেন বলেন, “শাকিল হোসেনকে আটক করার পর কালাইয়া বিএনপির কিছু নেতা এসে বলেন সাকিল বিএনপির কর্মী । তার বাবা বিএনপি করতেন। তাদের অনুরোধের কারণে একপর্যায়ে আমরা তাকে ছেড়ে দেই।” তিনি সাংবাদিকের এক প্রশ্নের জবারে বলেন,“ আমাকে নিয়ে সাংবাদিক ইলিয়াস হোসেন ফেসবুকে পোস্ট দিয়েছেন,আমি তাতে ধন্য। কারণ আমার মত নগন্য এ মানুষকে দেশ ও দেশের বাইরের মানুষ চিনলো।”
 

কামরুজ্জামান বাচ্চু/জাফরান

×