ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩১

রামপুরায় শ্রমিক দল নেতাকে গুলি 

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০৫:৫৬, ১৯ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০৫:৫৮, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

রামপুরায় শ্রমিক দল নেতাকে গুলি 

রামপুরা থানা

রাজধানীর বনশ্রীতে হেলমেট পরিহিত অজ্ঞাত দুর্বৃত্তের গুলিতে জুয়েল সরদার (৪০) নামের শ্রমিক দল নেতা আহত হয়েছেন। 
 
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত পৌনে দশটার দিকে রামপুরা থানাধীন ওই এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে। ডান উরুতে গুলিবিদ্ধ জুয়েল এখন চিকিৎসাধীন।

বরিশালের মুলাদি উপজেলার রামচর গ্রামের হাকিম সরদারের ছেলে জুয়েল। তবে বর্তমানে পূর্ব রামপুরা এলাকায় ভাড়া বাসায় থাকেন। জুয়েল রামপুরা থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে।
 
আহত জুয়েলকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু মহসিন জানান, তারা বনশ্রী এ- ব্লক কাঁচা বাজারের পাশে কয়েক বন্ধু মিলে আড্ডা দিচ্ছিলেন। এ সময় তিনটি মোটরসাইকেলযোগে হেলমেট পরিহিত বেশ কয়েকজন এসে হিমেল নামের একজনের খোঁজ করেন। তখন তারা বলেন, আমরা হিমেল নামে কাউকে চিনি না। এরপর কিছু বুঝে উঠার আগেই তারা জুয়েলের ডান উরুতে গুলি করে চলে যায়।  

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বলেন, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। 

রাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থল থেকে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ বলেন, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।

শহীদ

×