ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩১

১৬ বছর বিনা পয়সায় সাংবাদিকদের ওপর হওয়া মামলা চালিয়েছেন জেড আই খান পান্না

প্রকাশিত: ০০:৫৮, ১৯ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০০:৫৮, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

১৬ বছর বিনা পয়সায় সাংবাদিকদের ওপর হওয়া মামলা চালিয়েছেন জেড আই খান পান্না

সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী এবং মানবাধিকার কর্মী জেড আই খান পান্না জানিয়েছেন, গত ১৬ বছরে সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলাগুলো তিনি সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে পরিচালনা করেছেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানিতে অংশ নিতে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, "গত ১৬ বছরে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে যত মামলা হয়েছে, সম্ভবত সারা বাংলাদেশে আমার চেয়ে বেশি কেউ লড়েনি। সাংবাদিকের বিরুদ্ধে যেখানে যত মামলা হয়েছে সব কিন্তু আমি বিনা পয়সায়,বিনা পারিশ্রমিকে সেই লড়াইটা চালিয়ে গিয়েছি।”

আইনগত সহায়তা প্রসঙ্গে তিনি আরও বলেন, "যেকোনো নাগরিকের আইনগত সুবিধা পাওয়া তার নৈতিক অধিকার।"

নিজের নিরাপত্তা নিয়ে প্রশ্ন করা হলে জেড আই খান পান্না বলেন, "নিরাপত্তাহীনতা আমার নেই।আমার নিরাপত্তা তো এক দিতে পারেন আল্লাহ। আই বিলিভ ইন অলমাইটি আল্লাহ।আল্লাহ বাদে কেউ আমার জীবন নিতে পারে না।"

তিনি যুক্ত করেন, “আমি উজান গাঙ্গের নাইয়া ।আমি সবসময় ছিলাম প্রতিবাদী। যখন ক্ষমতা আছে সেই ক্ষমতার সাথে আর তাল মিলাইতে পারি নাই। দিসইজ মাই ক্যারেক্টার।এখন এটা আমি কি করব?আল্লাহতালা সৃষ্টি করে দিছেন।”

সূত্র: https://tinyurl.com/2cweu9ew 

 

আফরোজা

×