
স্বনামধন্য ইন্টেরিয়র ফার্ম এমিটি ইন্টেরিয়র সলিউশন এন্ড আর্কিটেক্টসের ৯ম বর্ষে পদার্পন ও ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপিত হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) কোম্পানির পরিচালক নরুল ইসলামের বুলবুলের সঞ্চালনায় এবং ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল হকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এমিটি ইন্টেরিয়র সলিউশন এন্ড আর্কিটেক্টসের ক্লাইন্ট ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রানালয়ের বিআইডিএস এর সিনিয়র রিসার্চ ফেলো ড. বদরুন নেছা আহমেদ তামান্ন। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্টেরিয়র ডিজাইন কোম্পানী ওনারস্ এসোসিয়েশনের প্রেসিডেন্ট মোহাম্মদ আলী ভূইয়া।
এছাড়াও মেহমান হিসাবে উপস্থিত ছিলেন মো. আলম শরীফ, বিডকোয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এস এম রেজাউল হক, এডভোকেট খোরশেদ আলম, বিডকোয়ার সেক্রেটারী মো. কামরুজ্জামান, ইঞ্জিনিয়ার ফরহাদুল ইসলাম, মো. হাবিবুর রহমান, মো. সোহেল আহমেদ, এম এ মান্নান, মো. বাদল সরদার, মো. নাজমুল হক খান।
উক্ত অনুষ্ঠানে অতিথি বলেন এমিটি ইন্টেরিয়র সলিউশন এন্ড আর্কিটেক্টস লিঃ গ্রাহকের আস্থার প্রতিফলন স্বরুপ কোয়ালিটি সম্পন্ন কাজ করে যাচ্ছে এবং প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে কর্মস্থান সৃষ্টি করছে যা দেশের বিকার সমস্যা সমাধানে ভূমিকা রাখছে। সবাই আশা প্রকাশ করেন এমিটি ইন্টেরিয়র সলিউশন এন্ড আর্কিটেক্টস লিঃ গ্রাহকের আস্থার উদাহরন তৈরী করুক।
এম.কে.