ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩১

ঢাকায় তিনদিন ব্যাপী আন্তর্জাতিক স্পেকট্রাম ব্যবস্থাপনা সিম্পোজিয়াম শুরু

প্রকাশিত: ০০:১১, ১৯ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০০:১৮, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

ঢাকায় তিনদিন ব্যাপী আন্তর্জাতিক স্পেকট্রাম ব্যবস্থাপনা সিম্পোজিয়াম শুরু

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) উদ্যোগে ঢাকায় শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক স্পেকট্রাম ব্যবস্থাপনা সিম্পোজিয়াম। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে এই সিম্পোজিয়ামের উদ্বোধন করা হয়।আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত সিম্পোজিয়ামটি চলবে।
 

বৈশ্বিক টেলিযোগাযোগ খাতের নীতিনির্ধারক, বিশেষজ্ঞ ও প্রযুক্তিবিদদের সমাবেশ ঘটিয়ে আয়োজিত এ সিম্পোজিয়ামে অংশ নিয়েছে দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশ। এর মধ্যে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, আফগানিস্তান, মালদ্বীপ, ইরান, অস্ট্রেলিয়া, মঙ্গোলিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, কোরিয়া, মিয়ানমার, ভিয়েতনাম, ভানুয়াতু, টোঙ্গা ও লাওসের টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি নিয়ন্ত্রক সংস্থার প্রধান, টেলিকম অপারেটর, সরকারি-বেসরকারি খাতের প্রায় ২০০ জন প্রতিনিধি ও বিশেষজ্ঞরা উপস্থিত রয়েছেন।


এছাড়া এশিয়া প্যাসিফিক টেলিকমিউনিটির (এপিটি) সহযোগী সদস্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে অংশগ্রহণ করেছে- সিঙ্গাপুরের CISCO,INMARSAT,GSMA(হংকং), জাপানের কেডিডিআই কর্পোরেশন, গ্লোবাল স্যাটেলাইট অপারেটরস অ্যাসোসিয়েশন, অ্যামাজন, মেটা, স্টারলিংক, কোয়ালকম ইন্ডিয়া, হুয়াইয়ে টেকনোলজিস, টেলিনর এশিয়া, অস্ট্রেলিয়ার প্যালেস কনসাল্টিং এবং জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অব কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি। 


বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারীর সভাপতিত্বে সিম্পোজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এর সচিব ড. মো. মুশফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়া-প্যাসিফিক টেলিকমিউনিটির মহাসচিব মি. মাসানোরি কুন্ডো।


ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান বলেন, “রেডিও স্পেকট্রাম দুষ্প্রাপ্য ও মূল্যবান সম্পদ, যার সঠিক ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ।” স্পেকট্রামের যথাযথ ব্যবহার একটি দেশের সামাজিক অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উল্লেখ করে তিনি আরও বলেন, “ফোকাল সংস্থা হিসেবে এশিয়া প্যাসিফিক টেলিকমিউনিটির (এপিটি) সদস্য দেশগুলো এই সিম্পোজিয়ামের মাধ্যমে প্রযুক্তিগত জ্ঞান ও ধারণা বিনিময়ের মাধ্যমে টেলিযোগাযোগ খাতের পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগাতে পারবে।”


এশিয়া-প্যাসিফিক টেলিকমিউনিটির মহাসচিব মি. মাসানোরি কুন্ডো বলেন, “সিম্পোজিয়ামটি স্পেকট্রাম নীতি, নিয়ন্ত্রণ এবং ব্যবস্থাপনায় জড়িত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নীতিনির্ধারক, টেলিকম নিয়ন্ত্রক এবং প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য তৈরি করা হয়েছে। জাতীয় স্পেকট্রাম কৌশল প্রণয়ন, স্পেকট্রাম ব্যবস্থাপনা ও স্পেকট্রাম রোডম্যাপ তৈরিসহ ভবিষ্যৎ টেকনোলজি নিয়ে সিম্পোজিয়ামে গুরুত্বপূর্ণ মতামত উঠে আসবে। যা সদস্য দেশগুলোর রেগুলেটরি ও পলিসি প্রণয়নে কার্যকর অবদান রাখবে।”সেইসাথে বিটিআরসিকে ধন্যবাদ জানান তিনি।


বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী বলেন,“বিশ্বজুড়ে ডিজিটাল সংযোগ সম্প্রসারণের জন্য পর্যাপ্ত এবং সাশ্রয়ী মূল্যের স্পেকট্রাম প্রাপ্তি অপরিহার্য। APT একটি বিস্তৃত স্পেকট্রাম রোডম্যাপ তৈরি করতে সদস্যদেশ এবং ইন্ড্রাস্ট্রি ও স্টেক হোল্ডারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে,যা কার্যকরভাবে স্পেকট্রাম ব্যবস্থাপনা এবং মূল্য নীতির কৌশল, স্পেকট্রাম  রোডম্যাপ তৈরির কৌশল, একটি গ্রহণযোগ্য নিয়ন্ত্রক কাঠামো তৈরি এবং আঞ্চলিক সমন্বয়কে এগিয়ে নেওয়ার আমাদের প্রচেষ্টাকে সহজতর করবে।”
বিটিআরসি চেয়ারম্যান আরও বলেন,“দীর্ঘমেয়াদি বিনিয়োগ এবং প্রবৃদ্ধির জন্য একটি স্থিতিশীল এবং দক্ষ স্পেকট্রাম ব্যবস্থাপনা নীতি অপরিহার্য উল্লেখ করে বিটিআরসি চেয়ারম্যান আরও বলেন, অদক্ষ স্পেকট্রাম ব্যবস্থাপনা নীতি পরিষেবা প্রদানকারীদের উপর আর্থিক চাপ সৃষ্টি করতে পারে, যা অবকাঠামো সম্প্রসারণ এবং পরিষেবার মান উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারে।”


সিম্পোজিয়ামের উদ্দেশ্য হচ্ছে ২০২৩ সালে দুবাইতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রেডিও কমিউনিকেশন-২০২৩ এর ফল, নতুন আইসিটি উদ্ভাবন এবং আঞ্চলিক সহযোগিতা সহজতর করার জন্য স্পেকট্রাম ব্যবস্থাপনার নীতি ও নিয়ন্ত্রক বিষয়গুলোর উপর আলোচনা এবং নতুন ধারণা বিনিময় করা। 
এছাড়াও, ডিজিটাল কানেক্টিভিটি ও জাতীয় স্পেকট্রাম কৌশল, প্রত্যন্ত অঞ্চলে সংযোগ বাড়ানোর জন্য স্পেকট্রাম নীতি এবং প্রযুক্তিগত বিবেচনা, স্পেকট্রাম ব্যান্ডউইথের চাহিদা মেটানো, স্পেকট্রাম রোডম্যাপ তৈরি, ভবিষ্যৎ স্পেকট্রাম ব্যবস্থাপনার দৃষ্টিভঙ্গি, সদস্য দেশগুলোর মধ্যে স্পেকট্রাম ব্যবস্থাপনায় সেরা অনুশীলন এবং অভিজ্ঞতা বিনিময় করা।


২০২৩ সালের নভেম্বরে এশিয়া প্যাসিফিক  টেলিকমিউনিটির সাধারণ পরিষদের ১৬ তম অধিবেশনে গৃহীত ২০২৪ থেকে ২৬ সালের এপিটির কৌশলগত পরিকল্পনা সার্বজনীন এবং অর্থবহ সংযোগ বৃদ্ধির জন্য ডিজিটাল কানেক্টিভিটি প্ল্যাটফর্ম এর অধীনে প্যাসিফিক অঞ্চলে স্পেকট্রাম ব্যবহারের উপর অনুকূল নীতির উপর জোর দেওয়া হয়েছিল। 
তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক সিম্পোজিয়ামে বিভিন্ন বিষয়ের উপর বারটি সেশনে বিস্তারিত আলোচনা হবে।


 

আফরোজা

×