ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

শেখ হাসিনাকে আয়নাঘরের চেয়ারে বসানো হবে: জয়নাল আবদিন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯:৫০, ১৮ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৯:৫৩, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

শেখ হাসিনাকে আয়নাঘরের চেয়ারে বসানো হবে: জয়নাল আবদিন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবিঃ সংগৃহীত

শেখ হাসিনাকে একদিন আয়নাঘরের চেয়ারে বসানোর ইচ্ছা ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এক জনসভায় তিনি এ মন্তব্য করেন।

জয়নাল আবেদীন ফারুক বলেন, ‘আয়নাঘরে প্রাণ দিয়েছেন বিএনপির অনেক নেতাকর্মী, অত্যাচারিত হয়েছেন বিএনপি নেতাকর্মীরা। সেই অত্যাচার অনুভবের জন্য আয়নাঘরের চেয়ারে একদিন হাসিনাকে বসানো হবে।’

এ সময় তিনি ডিবি হারুনের কথা উল্লেখ করে বলেন, ‘ডিবি হারুনের অত্যাচারও আমরা ভুলি নাই। এই সরকার সেই হারুনকেও এখনো গ্রেপ্তার করতে পারে নাই। যদি তাদের গ্রেপ্তার করা হতো তাহলে সচিবালয়ে আগুন লাগা কিংবা গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার ঘটনা আমাদের দেখতে হতো না।’

উক্ত সভায় জয়নাল আবদিন সংস্কারের নামে নির্বাচনের বিলম্ব না করার দাবি জানান। তিনি বলেন ‘নির্বাচনের ম্যাপ দিয়েছেন, এখন রাস্তাটা দেখায় দেন কেমনে যাব।’

’মইনুদ্দিন-ফখরুদ্দিন তিন মাসের কথা বলে দুই বছর কাটাইছিল। আপনাদেরকে সাত মাস সময় দেওয়া হয়েছে। আর বিলম্ব করবেন না।’

জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির, সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির সদস্যসচিব ইউসুফ মোল্লা টিপুসহ নেতৃবৃন্দ।

মুমু

×