ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

বাংলাদেশ চাইলে চীন তিস্তা প্রকল্প বাস্তবায়নে প্রস্তুত: চীনা রাষ্ট্রদূত

কূটনৈতিক রিপোর্টার ॥

প্রকাশিত: ১৯:৪৫, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশ চাইলে চীন তিস্তা প্রকল্প বাস্তবায়নে প্রস্তুত: চীনা রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশ চাইলে চীন তিস্তা প্রকল্প বাস্তবায়নে প্রস্তুত। তবে নিজ এলাকার নদী হিসেবে প্রকল্পের বিষয়ে বাংলাদেশকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে হবে।

মঙ্গলবার ঢাকার চীনা দূতাবাসে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে চীনা রাষ্ট্রদূত বলেন, তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীন প্রস্তুত। তবে বাংলাদেশকেই এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে যেহেতু এটি বাংলাদেশের এলাকার এলাকার  নদী। তবে এই এই প্রকল্প দ্রুত শুরু করলে বাংলাদেশ উপকৃত হবে বলেও তিনি মন্তব্য করেন।

চীনা রাষ্ট্রদূত জানান, কুনমিংয়ে তিনটি হাসপাতাল বাংলাদেশিদের চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে। এই তিন হাসপাতালে চিকিৎসা নিতে আগ্রহীদের জন্য ভিসা সহজেই দেয়া হবে। এক প্রশ্নের উত্তরে ইয়াও ওয়েন জানান, সংস্কার ও নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু। এ নিয়ে মন্তব্য করবে না চীন। এছাড়া চীনা কমিউনিস্ট পার্টি এদেশের সব রাজনৈতিক দলের সঙ্গেই ভালো সম্পর্ক রাখতে চায় বলেও জানান তিনি।

চীনা রাষ্ট্রদূত জানান, দুই দেশের সাংস্কৃতিক অনুষ্ঠান বিনিময়ে বাংলাদেশে চীনা  সাংস্কৃতিক কেন্দ্র,  আর   চীনে বাংলাদেশের  সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছে চীন। এক প্রশ্নের উত্তরে চীনা রাষ্ট্রদূত জানান, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ ও চীনের অবস্থান একই। চীন এই ইস্যুর সমাধান চায়। এক প্রশ্নের উত্তরে চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের  পাঠ্যবইয়ে ও ওয়েবসাইটে চীন- অরুনাচল সীমান্তের  ভুল মানচিত্র নিয়ে চীনের দৃষ্টি আকর্ষিত হয়েছে। 

আমরা বাংলাদেশ সরকারকে এটা জানিয়েছি। আমরা এ বিষয়ে বাংলাদেশ সরকারের সমর্থন চাই, আশা করি এ বিষয়ে চীনের প্রত্যাশার প্রতিফলন ঘটবে। চীনা রাষ্ট্রদূত বলেন, পারস্পারিক শ্রদ্ধা ও  সমতার ভিত্তিতে চীন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক চায়। 

বাংলাদেশ এক চীন নীতি, বেল্ট অ্যান্ড রোডের প্রতি সমর্থন জানিয়েছে। এই জন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ চীন। ইয়াও ওয়েন বলেন, পররাষ্ট্র উপদেষ্টার চীন সফর দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে। 

উল্লেখ্য, পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন গত ২১-২৪ জানুয়ারি চীন সফর করেন। এ বিষয়ে অবহিত করতে সংবাদ সম্মেলনের আয়োজন করে চীনা দূতাবাস।

আফরোজা

×