ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

এটি এম আজহারের মুক্তির দাবিতে পল্টনে জামায়াতের সমাবেশ শুরু

জনকণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১৮:৩৯, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

এটি এম আজহারের মুক্তির দাবিতে পল্টনে জামায়াতের সমাবেশ শুরু

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবিতে পল্টনে সমাবেশ শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দেশব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে ঢাকা শহরে কেন্দ্রীয়ভাবে এটি পালিত হচ্ছে।

বিকেল ৪টায় সমাবেশ শুরুর কথা থাকলেও বেলা ৩টা থেকেই সমাবেশস্থলে লক্ষাধিক নেতাকর্মী উপস্থিত হন। বিকেল সাড়ে ৪টার দিকে সমাবেশ মঞ্চে উপস্থিত হন জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান। মঞ্চে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী এবং জেলার নেতাকর্মীরা।

গতকাল সোমবার (১৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে জামায়াত সেক্রেটারি বলেন, ১৮ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবিতে ঢাকা মহানগরীসহ দেশের সকল মহানগরী এবং জেলার বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। মিছিলের নেতৃত্ব দেবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

মারিয়া

×