
ছবিঃ সংগৃহীত
রাজধানীর প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশে (পিআইবি) শুরু হওয়া দুই দিনব্যাপী ‘তারুণ্যের উৎসব’-এর উদ্বোধনী অনুষ্ঠানে ছেলের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন শহীদ শাকিলের মা বিবি আয়েশা। একপর্যায়ে তিনি অজ্ঞান হয়ে যান, আর পুরো অডিটোরিয়াম নীরব হয়ে যায়।
বিবি আয়েশা বলেন, “স্বামীকে হারানোর পর অনেক কষ্টে ছেলেকে বড় করেছি। দেশের জন্য, মানুষের জন্য আন্দোলনে নেমেছিল সে। অথচ এখন ছয় মাস পর ওসি বলছে, ছেলের মরদেহ তুলে আবার পোস্টমর্টাম করবে! আমি ন্যায়বিচার চাই।”
তিনি আরও জানান, ছেলের পড়ালেখার খরচ জোগাতে তিনি মানুষের বাসায় কাজ করেছেন। ঢাকায় এসে অনেক সংগ্রাম করে ছেলেকে বড় করেছেন। তার অভিযোগ, ছেলের মাথায় গুলি চালিয়ে হত্যা করা হয়েছে, অথচ আজও বিচার মেলেনি।
জানা গেছে, ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট ঢাকার মিরপুরের-১০ নম্বরে গুলিবিদ্ধ হয়ে আহত হন মো. জুলফিকার আহমেদ শাকিল। আহত অবস্থায় বন্ধুরা তাকে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে আগারগাঁও নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করে। সেখানে ৭ আগস্ট বিকেল ৩টার দিকে মারা যান শাকিল।
মায়ের হৃদয়বিদারক বক্তব্যে পুরো হলরুম আবেগে স্তব্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর কান্না করতে করতেই তিনি অজ্ঞান হয়ে পড়েন, উপস্থিত সবাই তখন শোকাহত হয়ে পড়েন।
জাফরান