
ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, "লড়াই করে বাঁচতে হবে, বঙ্গবন্ধু শিখিয়ে গেছে।" মঙ্গলবার ১১ সাবেক মন্ত্রীসহ মোট ১৬ জনকে আদালতে হাজির করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা চলছে।
শুনানি শেষে প্রিজনভ্যানে ওঠার সময় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে পলক বলেন, "আমরা আইনি লড়াই চালিয়ে যাব, ন্যায়ের পথে লড়াই চলবে।" ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে মামলার শুনানি হয়। অভিযুক্তদের মধ্যে রয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক, আমির হোসেন আমু, শাজাহান খান, দীপু মনি ও রাশেদ খান মেননসহ অনেকে। এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক-ই-ইলাহী চৌধুরীও রয়েছেন। এ মামলার পরবর্তী শুনানির তারিখ পরে ঘোষণা করা হবে। দেশজুড়ে আলোচিত এই মামলাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/r/1A34p9KEt2/
মারিয়া