ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

যেইখানে আপনি একটা ট্রাবলমেকার দেখবেন, খুঁজে দেখেন সে বাম: পিনাকী

প্রকাশিত: ১৫:৫৪, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

যেইখানে আপনি একটা ট্রাবলমেকার দেখবেন, খুঁজে দেখেন সে বাম: পিনাকী

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের রাজনীতিতে বামপন্থী ব্যাকগ্রাউন্ড থেকে আসা নেতাদের ভূমিকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা করেছেন বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য। তিনি অভিযোগ করেছেন, ষাটের দশকের রাজনৈতিক প্রশিক্ষণে গড়ে ওঠা এই নেতারা সংকটময় মুহূর্তেও সংবেদনশীল আচরণ করতে ব্যর্থ হন, যা জনরোষ সৃষ্টি করে।

এক ফেসবুক পোস্টে পিনাকী লিখেছেন, “ষাটের দশকের বামপন্থী রাজনৈতিক ট্রেনিংয়ের অন্যতম সমস্যা হলো, যেখানে সহানুভূতির প্রয়োজন, সেখানেও তারা হাস্যরস খোঁজেন। দুর্বল মেধার মানুষরা এটা বুঝতে পারেন না যে, সব জায়গায় হাসি মানানসই নয়।”

তিনি অতীতের একটি ঘটনার প্রসঙ্গ টেনে আনেন, যেখানে নিরাপদ সড়ক আন্দোলনের সময় এক ছাত্রের মৃত্যুর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এক রাজনৈতিক নেতা হাসি দিয়েছিলেন, যা ছাত্রদের ক্ষোভ আরও বাড়িয়ে তোলে।

পিনাকী আরও দাবি করেন, বাংলাদেশের রাজনীতিকে দুর্বল নেতৃত্ব ও ভুল সিদ্ধান্তে ধ্বংসের পথে নিয়ে গেছেন এই ‘বামপন্থী ঘরানার’ নেতারা। তিনি উল্লেখ করেন, “যেখানেই কোনো সমস্যা তৈরির প্রবণতা দেখা যাবে, সেখানেই একজন বামপন্থী রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের ব্যক্তি জড়িত থাকতে পারেন।”

এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ তার বক্তব্যকে বাস্তবসম্মত বলেছেন, আবার অনেকে এটিকে রাজনৈতিক বিদ্বেষ হিসেবে দেখছেন।

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/p/1ADbAAKtvr/

মারিয়া

×