ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

সংস্কারের জন্য নির্বাচন দাবিয়ে রাখা যাবে না: মঈন খান

প্রকাশিত: ১৫:১৩, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

সংস্কারের জন্য নির্বাচন দাবিয়ে রাখা যাবে না: মঈন খান

ছবি: সংগৃহীত

সংস্কারের কারণে নির্বাচন আটকে থাকতে পারে না এমন মন্তব্য করেন মঈন খান। 

সম্প্রতি গণমাধ্যমের সামনে অন্তর্বর্তীকালীন সরকারের কথা উল্লেখ করে এমন মন্তব্য করেছেন তিনি। 

তিনি বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সংস্কার কখনো থেমে থাকে না। আজকে যে বিষয়টার উপর সংস্কার হবে আগামীতে সেটার সংস্কার আবারও প্রয়োজন হতে পারে। 

তিনি আরো বলেন, সংস্কারের জন্য নির্বাচন দাবিয়ে রাখা যাবে না। 

অন্তর্বর্তীকালীন সরকারের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষ সাধুবাদ জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে এনেছে। দেশের আঠার কোটি মানুষ ভরসা রেখেছে ১৮ জন উপদেষ্টার উপর। 

এরপর তিনি বলেন, আজকে দুঃখের সঙ্গে আমার বলতে হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার সেই মেসেজটা মানুষের কাছে এখনো পৌঁছে দিতে পারেনি। আজকে মানুষের মনে যে প্রশ্ন তা হলো নির্বাচন।

শিলা ইসলাম

×