ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

এই শুক্রবার থেকে মেট্রোরেল বন্ধের হুঁশিয়ারি!

প্রকাশিত: ১৪:২৯, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

এই শুক্রবার থেকে মেট্রোরেল বন্ধের হুঁশিয়ারি!

ছবি: সংগৃহীত

আগামী ৩ কার্য দিবসের মধ্যে মেট্রোরেল চালানো থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড।  

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সংবাদ মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ হুঁশিয়ারি দেন ডিএমটিসিএল নিয়োগপ্রাপ্ত স্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা।


হুঁশিয়ারি দিয়ে সেই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী তিন কর্মদিবস অর্থাৎ ১৮-২০ ফেব্রুয়ারির মধ্যে স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন না হলে, আগামী ২১ ফেব্রুয়ারি থেকে মেট্রোরেল সেবা বন্ধ থাকবে এবং ঢাকাবাসী মেট্রোরেল সেবা থেকে বঞ্চিত হলে ডিএমটিসিএল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চূড়ান্তভাবে দায় থাকবে।

এর আগে স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা না থাকায় ডিএমটিসিএল এর ২০০ জনেরও বেশি প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ কর্মকর্তা ও কর্মচারী চাকুরি থেকে ইস্তফা দিয়েছেন। ফলে মেট্রোরেল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ হুমকির মুখে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

শিলা ইসলাম

×