ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

শেখ পরিবারের নির্যাতনের বিরুদ্ধে বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন 

বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৩:০২, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

শেখ পরিবারের নির্যাতনের বিরুদ্ধে বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন 

ব্রাহ্মণবাড়িয়া  বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকতিয়ার উদ্দিন ইকতারের উপর ব্রাহ্মণবাড়িয়া ইউনিভার্সিটি ও কোর্ট প্রাঙ্গনে আওয়ামী যুবলীগ নেতার হামলার ও শেখ পরিবারের নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সিংগারবিল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন। 

অভিযুক্ত যুবলীগ নেতা শেখ সেলিম বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়ন যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক।

১৮ ফেব্রুয়ারী (মঙ্গলবার) সকাল ১১ টায় উপজেলার সিঙ্গারবিল  ইউনিয়নের মিরাশানী মোড়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক প্রবাসী কল্যাণ সম্পাদক মোঃ নুরুল হুদা সরকার, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডঃ ইমাম হোসেন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ দিলীপ মিয়া, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সায়েদ খোকন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন, উপজেলা শ্রমিকদলের সদস্য সচিব আবুল কাশেম ভূইয়া, সিংগারবিল ইউনিয়ন বিএনপির সভাপতি রেহান উদ্দিন ভূইয়া, সাধারণ সম্পাদক সজল মিয়া,  ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক রবিন মিয়া, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সজীব ভূইয়া প্রমুখ। 

বক্তারা বিএনপি নেতার উপর হামলার নিন্দা জানিয়ে  যুবলীগ নেতা শেখ সেলিম এর নির্যাতনের বিভিন্ন বর্ণনা তুলে ধরে তাকে গ্রেফতারের দাবী জানান।

শিলা ইসলাম

×