ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

জানা গেল মাছ বাজারের অস্থিরতার কারণ 

প্রকাশিত: ০৯:৫৯, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

জানা গেল মাছ বাজারের অস্থিরতার কারণ 

ছবি: সংগৃহীত

বরগুনায় বরফ সিন্ডিকেটের কারণে চড়া মাছের বাজার। চড়া দামে বরফ কেনার কারণে অসহায় হয়ে পড়েছে মৎস ব্যবসায়ীরা। 

জানা গেছে, সাধারণ দামের চেয়ে তিনগুণ দামের বরফ বিক্রি করছে বরফ ব্যবসায়ীরা। এতে মাছের দাম কম থাকলেও বেশি দামে বরফ কিনে লোকসান হচ্ছে মাছ ব্যবসায়ীদের। 

দেশের বৃহত্তম মৎস্য আড়ৎ বরগুনায়। এই আড়ৎকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ আসে ব্যবসার উদ্দেশ্যে। আর এই ব্যবসায়ীদের কেন্দ্র করে সেখানে গড়ে উঠেছে বরফ মিল। 

অভিযোগ উঠেছে বেশি দামে বরফ বিক্রি করছে বরফ মিলের মালিকেরা। দাম রাখছে সাধারণ দাম এর চেয়ে তিনগুণ বেশি। 

মাছ ব্যবসায়ীদের দাবি, বরফ প্রতি খরচ হয় ৫০ থেকে ৬০ টাকা। সেখানে সেই বরফ বিক্রি করা হয় ১৫০ থেকে ২০০ টাকায়। এতে বরফ কিনতে তিন গুণ বেশি দাম গুনতে হয় ব্যবসায়ীদের। 

এতে করে দেখা যায়, মাছের দাম কম থাকলেও অধিক দামে বরফ কিনে অনেকটা লোকশানের মুখে পড়তে হয় ব্যবসায়ীদের। অসহায় হয়ে পড়েছে মৎস্য ব্যবসায়ীরা।

শিলা ইসলাম

×