ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

সাইফুর রহমান সাগর

শিরোনামে বুঝা যাচ্ছে দেশে তালেবানি শাসন চলছে

প্রকাশিত: ১৮:৪০, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

শিরোনামে বুঝা যাচ্ছে দেশে তালেবানি শাসন চলছে

ছবিঃ সংগৃহীত।

আলোচিত মিডিয়া ব্যক্তিত্ব এব ফেস দা পিপলের সম্পাদক সাইফুর রহমান সাগর তার একটি ফেসবুক পোস্টে লিখেছেন, মিডিয়ার ফাজলেমি আর কত?  বইমেলায় বই আর খাবার ছাড়া কিছু বিক্রির অনুমোদন নাই। তবুও একটা কোম্পানি স্যানিটারি ন্যাপকিন বিনামূল্যে বিতরণ করবে বলে ক্রেতাদের কাছে বিক্রয় শুরু করে দিয়েছিলো। যার জন্য মেলা কর্তৃপক্ষ স্টলটিকে বন্ধ করে দেয়। একদম স্পষ্ট বিষয়। কিন্তু পত্রিকাগুলো বিশেষ করে প্রথম আলো (আমার প্রিয় পত্রিকা) শিরোনাম করলো স্যানিটারি ন্যাপকিন বিক্রয় করায় স্টলকে বন্ধ করলো। শিরোনামে বুঝা যাচ্ছে দেশে তালেবানি শাসন চলছে। সুতরাং, এখানে নারীদের কোনো নিরাপত্তা নাই এমনকি সামান্য স্যানিটারি ন্যাপকিন বিক্রিও সম্ভব হচ্ছেনা। ছিঃ ছিঃ প্রথম আলো, ছিঃ ছিঃ মিডিয়া!!!

মুহাম্মদ ওমর ফারুক

×