ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

রাখাল রাহার ইসলাম বিদ্বেষ নিয়ে যা বললেন আসিফ আদনান

প্রকাশিত: ১৭:২৮, ১৭ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৭:৩১, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

রাখাল রাহার ইসলাম বিদ্বেষ নিয়ে যা বললেন আসিফ আদনান

রাখাল রাহা একটি পোস্টে তিনি তাহাজ্জুদ, আল্লাহ শব্দগুলোর ব্যঙ্গ এবং বিকৃতি করেছেন। যা শেয়ার দিয়েছেন অনলাইন এক্টিভিস্ট আসিফ আদনান। আসিফ তার ভেরিফাইড ফেসবুক পেজের একটি পোস্টে লিখেন, আমাকে বুঝিয়ে বলুন এটা উসকানি ছাড়া আর কী?

এই ধরনের লেখা এক্স্যাক্টলি কী অ্যাচিভ করে এবং কী এস্টাবলিশ করে? কোটি কোটি মানুষকে ইচ্ছা করে চরমভাবে আঘাত করা ছাড়া? এই লোক পাঠ্যপুস্তক সংস্কার কমিশন কার্যত চালিয়েছে। শেখ মুজিব বা জিয়াউর রহমানকে নিয়ে এভাবে লেখা কোন লোক শিক্ষা কমিশন বা অন্য কোন জায়গায় এমন দায়িত্ব পাবে?  লা হাওলা ওয়ালা কুউয়াত্যা ইল্লা বিল্লাহ

মুহাম্মদ ওমর ফারুক

×