ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

সরকার আপাতত আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা ভাবছে না: প্রেস সচিব

প্রকাশিত: ১৭:০১, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

সরকার আপাতত আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা ভাবছে না: প্রেস সচিব

ছবি: সংগৃহীত

সরকার আপাতত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা করছে না বলে জানিয়েছেন প্রেস সচিব। তিনি বলেন, “অনেক আমলা বেশি টাকা ও পদ পাওয়ার লোভে যা তা করছে, তবে সরকার এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।”

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের অংশ হিসেবে সোমবার ২৭টি রাজনৈতিক দল ও জোটের ৬১ জন নেতা মতবিনিময় করেছেন। তাদের মধ্যে ৩২ জন নিজেদের মতামত তুলে ধরেন। আলোচনার ভিত্তিতে ঐক্যবদ্ধ কমিশনের সঙ্গে পরবর্তী আলোচনা হবে এবং ছয়টি কমিশনের রিপোর্ট রাজনৈতিক দলগুলোর কাছে দেওয়া হবে, যাতে তারা সুপারিশ দিতে পারেন।

প্রেস সচিব বলেন, “আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, এবং সিদ্ধান্ত তাদের তরফ থেকেই আসা উচিত, কারণ তারা জনগণের প্রতিনিধিত্ব করে।” তিনি উল্লেখ করেন, সম্প্রতি প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে যে, আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব, সংসদ সদস্য ও কর্মীরা গণহত্যার ঘটনায় জড়িত ছিলেন। প্রতিবেদনে শেখ হাসিনার সরাসরি নির্দেশে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

এ প্রেক্ষিতে, কয়েকটি রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তুলেছে। তবে প্রেস সচিব স্পষ্ট করেছেন যে, রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে এবং জনগণ যদি চায়, তখনই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হতে পারে। তবে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আপাতত আওয়ামী লীগ নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই।

তথ্যসূত্রঃ https://youtu.be/hR8EIJ51rPc?si=wd8pFT23ZCX1gsNF

মারিয়া

×