ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

বইমেলায় বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ চলবে: বাংলা একাডেমি

প্রকাশিত: ১৬:২৫, ১৭ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৬:২৬, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

বইমেলায় বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ চলবে: বাংলা একাডেমি

ছবি: সংগৃহীত

বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলায় বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে একাডেমি এ তথ্য জানায় এবং উদ্ভূত পরিস্থিতিতে দুঃখ প্রকাশ করে। ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘ড্রিমার ডংকি’ স্পনসরের সহায়তায় স্যানিটারি ন্যাপকিন সরবরাহ করলেও নির্ধারিত নীতিমালা লঙ্ঘন করায় ব্যবস্থা নেওয়া হয়। প্রাণ-আরএফএল গ্রুপের ব্র্যান্ড ‘স্টে-সেফ’ বইমেলায় বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করছিল, যা একটি গোষ্ঠী আপত্তি জানিয়ে ‘গোপন পণ্য’ বলে অভিহিত করে। এর ফলে, ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানটি স্টল থেকে স্যানিটারি ন্যাপকিন সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়, যা পরবর্তীতে বিতর্কের জন্ম দেয়।

সমালোচনার পরিপ্রেক্ষিতে বাংলা একাডেমি জানায়, তারা স্যানিটারি ন্যাপকিনের প্রসার ও ব্যবহারে কোনো সংকোচ রাখে না এবং এটি বিনামূল্যে বিতরণ অব্যাহত থাকবে। বাংলা একাডেমি জানায়, বইমেলায় অনুমোদন ছাড়া পণ্য বিক্রির অনুমতি নেই, তাই স্টল দুটি বন্ধ করা হয়েছিল। তবে, শুধু স্যানিটারি ন্যাপকিন নয়, ডায়াপার, টুথপেস্ট ও অন্যান্য পণ্যের বিক্রিও বন্ধ করা হয়েছে। একাডেমির মহাপরিচালক জানান, নারী ও শিশুদের সুবিধার জন্য ওয়াশরুমের পাশে বিনামূল্যে ন্যাপকিন সরবরাহ নিশ্চিত করা হবে। এই পদক্ষেপ বইমেলায় নারীদের স্বাস্থ্যের প্রতি সচেতনতা বাড়াবে বলে আশা করা হচ্ছে।

তথ্যসূত্রঃ https://bangla.dhakatribune.com/bangladesh/92550/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE-

মারিয়া

×