
ছবি: সংগৃহীত
৪৮ ঘণ্টার ব্যাতিক্রমী আন্দোলন-জাগো বাহে, তিস্তা বাঁচাই
বৃহত্তর রংপুরের পাঁচ জেলায় তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ৪৮ ঘণ্টার ব্যতিক্রমী আন্দোলন শুরু হয়েছে সোমবার থেকে। 'জাগো বাহে, তিস্তা বাঁচাই' স্লোগানে তিস্তা নদী রক্ষা আন্দোলন এ কর্মসূচি আয়োজন করেছে, যাতে লক্ষাধিক মানুষ অংশ নিচ্ছে।
আন্দোলনের অংশ হিসেবে লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর ও গাইবান্ধা জেলার ১১টি পয়েন্টে সমাবেশ, পদযাত্রা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে।
আন্দোলনের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু জানান, তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়ন রংপুর অঞ্চলের বঞ্চিত মানুষের আন্দোলন হয়ে উঠেছে এবং এর মাধ্যমে বিশ্ববাসীকে তিস্তার পানির ন্যায্য হিস্যা না পাওয়া বিষয়টি তুলে ধরা হবে।
আঁখি