
ছবি: সংগৃহীত।
সামাজিক যোগাযোগমাধ্যমে চিকিৎসা ও অন্যান্য নানা বিষয়ে পরামর্শ দিয়ে ব্যাপক পরিচিতি অর্জন করা কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা এবং চিকিৎসক ডা. তাসনিম জারা সম্প্রতি নিজেকে নিয়ে প্রচার হওয়া কিছু বিষয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, যে নানা সংবাদ এবং গুজব প্রচার করা হচ্ছে, তার মধ্যে কিছু তথ্য মিথ্যা এবং বিভ্রান্তিকর।
ডা. তাসনিম জারা, যিনি জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক, একসময় কিছু রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্টতা নিয়ে গুজব ছড়ানোর বিষয়টিও তুলে ধরেছেন। অনেকেই অভিযোগ করেছেন যে, তিনি বর্তমান সরকারের একজন উপদেষ্টার আত্মীয় এবং ছাত্র শিবিরসহ বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীতে সক্রিয় ছিলেন। এসব বিষয় নিয়ে তিনি নিজের অবস্থান পরিষ্কার করেছেন এবং গুজব ছড়ানোয় বিরক্তি প্রকাশ করেছেন।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টা নাগাদ, তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এসব বিষয় নিয়ে একটি বিস্তারিত পোস্ট দিয়েছেন।
পোস্টে তিনি উল্লেখ করেছেন—
আওয়ামী লীগ ও একটি মহল আমাকে নিয়ে কতগুলো রিডিকিউলাস মিথ্যা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। এক্ষেত্রে সত্যগুলো হলো:
১। উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আমার চাচী বা চাচাতো বোন নয়।
২। আমি কখনোই শিবির বা অন্য কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলাম না।
৩। পাইলস, যৌন রোগ, মোটা বা চিকন হওয়া সংক্রান্ত কোনো প্রোডাক্ট আমি অনলাইনে বিক্রি করি না। আমার ছবি ব্যবহার করে মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে।
নুসরাত