ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১

‘তিস্তা বাঁচাই’ কর্মসূচির মধ্যেই হঠাৎ তিস্তায় পানি বাড়ার কারণ কী?

প্রকাশিত: ২০:০৫, ১৬ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২০:২২, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

‘তিস্তা বাঁচাই’ কর্মসূচির মধ্যেই হঠাৎ তিস্তায় পানি বাড়ার কারণ কী?

ছবি: সংগৃহীত

শুষ্ক মৌসুমের মাঝেও হঠাৎ করে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ দেখা দিয়েছে স্থানীয় কৃষকদের মধ্যে। তবে পানি উন্নয়ন বোর্ড এ ঘটনাকে স্বাভাবিক বলে দাবি করছে।

একই সময়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আগামীকাল থেকে তিস্তা পাড়ের ১৩০ কিলোমিটার এলাকা জুড়ে ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ শীর্ষক ৪৮ ঘণ্টার কর্মসূচি সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হবে।

স্থানীয় কৃষকরা জানান, গতকাল সন্ধ্যার পর থেকে হঠাৎ করেই তিস্তার পানি প্রবাহ স্বাভাবিকের চেয়ে কিছুটা বেড়ে যায়। এতে তারা দুশ্চিন্তায় পড়ে যান, বিশেষ করে তারা যেসব চরে ফসল ফলিয়েছেন, সেসব ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দেয়। বর্ষা মৌসুমে ভাঙনের কবলে পড়তে হলেও শুষ্ক মৌসুমে সাধারণত তারা স্বস্তিতে থাকেন। কিন্তু এবার আকস্মিক পানি বৃদ্ধিতে তারা উদ্বিগ্ন হয়ে পড়েন। তবে সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় সংশয়ও কমছে।

অন্যদিকে, তিস্তা নদী রক্ষা আন্দোলনের কর্মীরা দাবি করছেন, তাদের কর্মসূচিকে কেন্দ্র করেই ভারত থেকে অতিরিক্ত পানি ছেড়ে দেওয়া হতে পারে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, তিস্তার পানিপ্রবাহ এখনো স্বাভাবিক সীমার নিচেই রয়েছে এবং এতে আতঙ্কের কিছু নেই।

জানা গেছে, সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নীলফামারীর তিস্তা রেলওয়ে সেতুর চরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ শীর্ষক কর্মসূচি উদ্বোধন করবেন। এছাড়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরদিন ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় ভার্চুয়ালি কর্মসূচির সমাপ্তি ঘোষণা করবেন।

বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কর্মসূচির প্রধান সমন্বয়ক আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, ৪৮ ঘণ্টার এই কর্মসূচিতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

তিস্তার পানিপ্রবাহ বৃদ্ধি ও এই কর্মসূচির মাঝে যে সমাপতন ঘটেছে, তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। তবে পানি উন্নয়ন বোর্ডের ভাষ্য অনুযায়ী, বর্তমানে পানির স্তর স্বাভাবিকের নিচে থাকায় উদ্বেগের কিছু নেই।

ভিডিও দেখুন: https://youtu.be/KLSjuVwaKKE?si=fHn7WzugYGSvqm2p

এম.কে.

×