
ছবি: সংগৃহীত
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, দেশের শান্তি-শৃঙ্খলার ওপরেই নির্ভর করছে অন্তর্বর্তী সরকারের সাফল্য ও ব্যর্থতা।
তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ডক্টর ইউনুস। তিনি বলেন, জন্ম নিবন্ধন সনদ ও পাসপোর্ট পেতে মানুষের ভোগান্তি কমাতে জেলা প্রশাসকদের উদ্ভাবনী শক্তি কাজে লাগাতে হবে।
ডক্টর ইউনুস আরও বলেন, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করাও সরকারের বড় কাজ। বর্তমান সরকার সব ধর্ম, শ্রেণী ও গোষ্ঠীর সমান অধিকার নিশ্চিতে বদ্ধপরিকর।
তিনি বলেন, "খুশি হয়েছি যে সবাই আমরা আইন-শৃঙ্খলা রক্ষার বিষয়ে গুরুত্ব দিচ্ছি। এটাতে আমরা কতটা অগ্রসর হয়েছি, কী করণীয় আমাদের—এটাই এক নম্বর বিবেচ্য বিষয়। কারণ, আইন-শৃঙ্খলা ঠিক রাখতে না পারলে আমাদের সমস্ত অর্জন ব্যর্থ হয়ে যেতে পারে।"
সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, "এটার উপর সারা বিশ্ব নজর রাখে। আমরা সংখ্যালঘুদের সঙ্গে কেমন আচরণ করছি, সেটিও গুরুত্বপূর্ণ। একটা ছোট্ট ঘটনা সারা বিশ্বে বড় ইস্যু হয়ে যায়। তবে আমি শুধু এই ভয়ের কারণে শান্তি-শৃঙ্খলার কথা বলছি না, এটি আমাদের নৈতিক দায়িত্ব। সরকারের প্রধান দায়িত্বই হলো সকল নাগরিকের সুরক্ষা নিশ্চিত করা।"
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের বিষয়ে তিনি বলেন, "প্রাথমিক শিক্ষার দিকে নজর দেওয়া দরকার। কীভাবে শিক্ষা ব্যবস্থা আরও কার্যকর করা যায়, তা জেলা প্রশাসকদের দেখতে হবে। আইনের কোনো অসুবিধা নেই, একটু নজর দিলেই অনেক অনিয়ম চিহ্নিত করা সম্ভব।"
শিলা ইসলাম