ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

আয়নাঘরের থেকেও ভয়ঙ্কর টর্চার সেলের নাম জানালেন তাসনিম খলিল!

প্রকাশিত: ১৩:১৫, ১৬ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৩:২১, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

আয়নাঘরের থেকেও ভয়ঙ্কর টর্চার সেলের নাম জানালেন তাসনিম খলিল!

ছবিঃ সংগৃহীত

আয়নাঘরের খবর প্রথমে প্রকাশ্যে আনে নেত্র নিউজের সাংবাদিক তাসনিম খলিল, এবার সেই আয়নাঘর পরিদর্শন করে অভিজ্ঞতা জানালেন তিনি। 

তিনি বলেন, ৩ টা গোপন বন্দিশালায় আমরা গিয়েছিলাম ড. ইউনূসের সাথে। সব গোপন বন্দিশালাই আয়নাঘর না। আয়নাঘর শুধু ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা। যার নাম জয়েন্ট ইন্টারোগেশন সেল, যার কোড নেম হলো আয়নাঘর। 

তবে দেশের সবচেয়ে ভয়ঙ্কর টর্চার সেল কিন্ত আয়নাঘর না। উত্তরায় র‍্যাব-১ হেডকোয়ার্টারের ভিতরে কম্পাউন্ডে এই সেলটার নাম হলো টিএফআই (টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন)। এটা দেশের সবচেয়ে ভয়ঙ্কর বন্দিশালা। এটার ব্যাপারে অনেক আগে গার্ডিয়ান পত্রিকায় রিপোর্ট করেছিল। 

 

সূত্রঃ https://youtu.be/805lQGvpnaU?si=OSF8q2MRGFZ2bIXd

রিফাত

×