ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

জামায়াত নেতা ডা. তাহেরের হাসপাতালে চাকরি করছেন ৭০ জন অমুসলিম

প্রকাশিত: ১২:৪২, ১৬ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২০:৫৯, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

জামায়াত নেতা ডা. তাহেরের হাসপাতালে চাকরি করছেন ৭০ জন অমুসলিম

ছবিঃ সংগৃহীত

জামায়াতের নায়েবে আমির ডা. তাহেরের হাসপাতালে চাকরি করছেন ৭০ জন অমুসলিম। এছাড়া তার ব্যক্তিগত পিয়ন হিন্দু বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি একটি বেসরকারি গণমাধ্যমে সাক্ষাৎকারে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জামায়াতের এই নেতা। 

তিনি বলেন, আমার হসপিটালে ৬০-৭০ জন অমুসলিম চাকরি করে৷ আমার নিজের পিয়নও আছে হিন্দু। মানুষ তো আমাদের সম্পর্কে খুবই ভুল বুঝে। তবে যারা অপপ্রচার করে তারাও বুঝে আমরা কি। ইচ্ছে করেই এই অপপ্রচার করে। আর অপপ্রচারের ইম্প্যাক্ট সমাজে সবসময়ই থাকে। অপপ্রচার এমন একটি জিনিস, মক্কা বিজয়ের পরেও মানুষের মনে বিভ্রান্তি ছিল। আমাদের সম্পর্কেও তেমনি বিভ্রান্তি আছে। আমরা এটা অস্বাভাবিক মনে করছি না। 

 

সূত্রঃ https://youtu.be/yAnCTwdlEx8?si=8NqIgKtYpCVEIe5H

রিফাত

×