ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

ভালোবাসা প্রকাশ করতে এখন লজ্জা হয়!

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০৫:৪০, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

ভালোবাসা প্রকাশ করতে এখন লজ্জা হয়!

ছবি; সংগৃহীত

সারাবিশ্বে পালিত হলো বিশ্ব ভালোবাসা দিবস। ভালোবাসা আপেক্ষিক অর্থে একেক জনের কাছে একেক রকম। ভালোবাসা সম্পর্কে এক দম্পতি কাছে জানতে চাওয়া হলে তারা বলেন, ভালোবাসা আসলে একদিনের জন্য নয়। এটি সারা জীবনের। ভালোবাসা মানে সুখে-দুঃখে এক জ নে আরেক জনের পাশে থাক। ভালোবাসা শুধু যে তরুণ-তরুণীরা করবেন। রাস্তায় নোংরামি করবেন। তা কিন্তু নয়।  

তারা বলেন, ভালোবাসার অর্থ ব্যাপক। বাবা-মা, ভাই-বোন। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশি সবার প্রতি হতে পারে। ভালোবাসা প্রকাশের কিছু না। এটা মনে মধ্যে এমনিতে কাজ করে।

কিন্তু বর্তমান সময়ে ভালোবাসা মানে এমন কিছু হচ্ছে। যা খুবই দুঃখ জনক। আমাদের এ ব্যাপারে সচ্তেন হওয়া উচিত।
 

শহীদ

×