ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১

আমরা তো বেশি দিন থাকব না, কাজগুলি শুরু করে যাব : পরিবেশ উপদেষ্টা

প্রকাশিত: ০১:২৬, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

আমরা তো বেশি দিন থাকব না, কাজগুলি শুরু করে যাব : পরিবেশ উপদেষ্টা

একটি টাস্ক ফোর্সের রিপোর্ট পড়ে থাকেন, দেখবেন সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে ঢাকা তার বাসযোগ্যতা হারিয়েছে। পূর্বে বিদেশী বিভিন্ন রিপোর্ট দেখে আমরা এই দাবি করতাম, তবে এখন এটি অভ্যন্তরীণ গবেষণা ও অভিজ্ঞতার মাধ্যমেও স্পষ্ট।

ঢাকায় ক্রমাগত জনসংখ্যা বৃদ্ধির কারণে প্রশাসনকে বিকেন্দ্রীকরণ করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। নগরীতে জনসংখ্যার চাপ কমাতে ঢাকায় নতুন জনসংখ্যার প্রবেশ নিয়ন্ত্রণ করা জরুরি। ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন সত্ত্বেও অতিরিক্ত জনসংখ্যার কারণে নগরী এই চাপ নিতে পারছে না। বিশ্বের অন্যতম জনবহুল রাজধানী হিসেবে ঢাকার প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি, যা অন্য কোনো রাজধানীতে দেখা যায় না।

পরিকল্পিত উদ্যোগ

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজউক ঢাকাকে বাসযোগ্য করতে 'লিভেবল ঢাকা' প্রকল্প হাতে নিয়েছে। এর অধীনে বিভিন্ন পেশাজীবীদের যুক্ত করে নগর সমস্যাগুলোর সমাধান খোঁজার চেষ্টা করা হচ্ছে। নতুন প্রশাসক ঢাকাকে সবুজায়নের পরিকল্পনার কথা বলেছেন, যা দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ, শহরের খাল পুনরুদ্ধার ও সবুজায়ন প্রকল্প শুরু করা হয়েছে, যা পরবর্তী সরকারও এগিয়ে নিয়ে যেতে পারবে।

রাজউক সম্প্রতি কেরানীগঞ্জের তোল বিল পুনরুদ্ধার উদ্যোগ নিয়েছে, যেখানে আগে প্লট বিক্রির জন্য অবৈধভাবে ভরাট করা হয়েছিল। রাজউক সিদ্ধান্ত নিয়েছে বিলটি পুনরুদ্ধার করা হবে এবং পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় কাজটি সম্পন্ন করা হবে। এছাড়া, খাল পুনরুদ্ধার সংক্রান্ত বিভিন্ন আইনি পদক্ষেপও গ্রহণ করা হয়েছে, যার মধ্যে ৫০টি খাল পুনরুদ্ধারের মামলা অন্তর্ভুক্ত।

খাল পুনরুদ্ধার পরিকল্পনা

খালের সীমানা চিহ্নিত করে দখলদার উচ্ছেদ করা।

খালের প্রবাহমানতা বাড়ানো।

খালের পাড়ে উন্নত ব্যবস্থাপনা করা, যাতে পুনরায় দখল না হয়।

অতীত অভিজ্ঞতা থেকে দেখা গেছে, প্রকল্প বাস্তবায়নে সময়ের প্রয়োজন হয়। যেমন হাতিরঝিল প্রকল্পের কাজ শুরু হওয়ার পর থেকে সম্পন্ন হতে বহু বছর লেগেছে। ঠিক তেমনি খাল পুনরুদ্ধার প্রকল্পও দীর্ঘমেয়াদী একটি উদ্যোগ, যা শুরু হয়ে গেছে এবং এটি সম্পন্ন করার জন্য ধারাবাহিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এই কাজটি বড় চ্যালেঞ্জ হলেও, একবার শুরু হলে এটি সম্পন্ন করা সম্ভব। বর্তমান প্রশাসন বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে প্রকল্প ব্যয় ও যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে কাজ শুরু করেছে। খালগুলোর প্রবাহমানতা বাড়িয়ে শহরের জলাবদ্ধতা হ্রাস ও পরিবেশের উন্নয়ন করাই এই প্রকল্পের মূল লক্ষ্য।

 

রাজু

×