ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১

নির্বাচন নিয়ে যা ভাবছেন সাধারণ মানুষ

প্রকাশিত: ০০:৫৮, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

নির্বাচন নিয়ে যা ভাবছেন সাধারণ মানুষ

আসন্ন নির্বাচন নিয়ে বাংলাদেশে সাধারণ মানুষ এবং রাজনৈতিক দল গুলোর মধ্যে শুরু হয়েছে নানান  দ্বিধাদ্বন্দ্ব। কোনো কোনো রাজনৈতিক দল বলছে জাতীয় নির্বাচন আগে চায় তারা। এর পক্ষে সব বিপক্ষে নানান যুক্তি উপস্থাপিত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার হয়ে গেল জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠক। এখানে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন রাজনৈতিক দলসমূহ ,ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা এবং বৈষম্য বিরোধী আন্দোলন ,গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারীরা।

যেখানে বেশিরভাগ ও রাজনৈতিক দল মনে করছে জাতীয় নির্বাচন আগে হোক সেখানে সাধারণ মানুষ বলছে ভিন্ন কথা।সাধারণ মানুষের কেউ কেউ জানাযন স্থানীয় সরকার নির্বাচন আগে হলে ভালো হয়।এর স্বপক্ষে তারা যুক্তি দিয়েছেন যে,স্থানীয় সরকার নির্বাচনেই প্রতিফলিত হবে এই সরকার কেমন। 

মানুষ মনে করছেন স্থানীয় সরকারের যারা যে দল থেকে নেতৃত্বে আসবেন,সেই দলগুলোই জাতীয় নির্বাচনে নেতৃত্ব দেবে। তাই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনে উত্তম হবে বলে মনে করছেন সাধারণ জনগণ।

 

সূত্র:https://tinyurl.com/52u3pafx

আফরোজা

×