![বিএনপি চায় নির্বাচন, জামায়াতের দাবি সংস্কার, ছাত্ররা চান ফ্যাসিস্টের বিচার বিএনপি চায় নির্বাচন, জামায়াতের দাবি সংস্কার, ছাত্ররা চান ফ্যাসিস্টের বিচার](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/11-2502151815.jpg)
ছবি: সংগৃহীত
জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে প্রথমবারের মতো বৈঠকে বসেছে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো। বিকেল তিনটায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হওয়া এ বৈঠক চলে প্রায় সাড়ে তিন ঘণ্টা। বৈঠক শেষে বিভিন্ন দল তাদের অবস্থান স্পষ্ট করেছে।
বিএনপি দ্রুত জাতীয় নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে, তবে জামায়াতের দাবি—ভোটের আগে প্রয়োজন পূর্ণাঙ্গ রাজনৈতিক সংস্কার। অন্যদিকে, শিক্ষার্থী প্রতিনিধিরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জাতীয় নির্বাচন বা স্থানীয় সরকার নির্বাচন নয়, তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফ্যাসিস্ট সরকারের বিচার।
বৈঠকে বেশ কয়েকটি দল স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে ভিন্নমত পোষণ করেছে। এক পক্ষ মনে করছে, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় পর্যায়ে ভোট হলে তা সংঘর্ষের নতুন ক্ষেত্র তৈরি করতে পারে।
জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনের আগে অন্তত ন্যূনতম রাজনৈতিক সংস্কার নিশ্চিত করতে হবে। তারা চান, সরকার দ্রুত সংস্কার বাস্তবায়ন করে নির্দিষ্ট সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের আয়োজন করুক।
অন্যদিকে, শিক্ষার্থী প্রতিনিধি দলের বক্তব্য ছিল আরও কঠোর। তারা বলেন, "জাতীয় নির্বাচনের আগে দুর্নীতিগ্রস্ত ও দমনমূলক সরকারের বিচার নিশ্চিত করতে হবে। আমরা চাই, ফ্যাসিস্ট শাসনের অবসান হোক এবং দেশ একটি নতুন রাজনৈতিক ধারায় প্রবেশ করুক।"
বৈঠকের পর জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াদ জানান, "বর্তমান পরিস্থিতিতে জাতীয় ঐক্যের বিকল্প নেই। আমরা চাই দ্রুত সংস্কার সম্পন্ন করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে এগিয়ে যেতে। তবে এটি সময়সাপেক্ষ বিষয়, তাই দলগুলোকেও যথেষ্ট ধৈর্য ধরতে হবে।"
সামনে রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা নির্ভর করছে সংস্কার কমিশনের চূড়ান্ত সুপারিশের ওপর। তবে একে একে সব পক্ষ নিজেদের অবস্থান স্পষ্ট করায় নির্বাচন ও রাজনৈতিক সংস্কার নিয়ে জনমনে নতুন আলোচনার সূত্রপাত হয়েছে।
ভিডিও দেখুন: https://youtu.be/frkIaFRCBog?si=gj4dvFIa-KlymiJT
এম.কে.