![মসজিদের ইমামের বুকে যুবলীগ নেতার লাথি, মারধর মসজিদের ইমামের বুকে যুবলীগ নেতার লাথি, মারধর](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/befunky_2025-1-6_23-16-6-2502151719.jpg)
ছবিঃ সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের এক স্থানীয় ইমাম মোশাহিদুল ইসলাম মো. শামিম নামে এক যুবলীগ নেতা এবং তার বোন জামাই মইন মিয়াকে মারধর করার অভিযোগ করেছেন।
১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় ইমাম থানায় লিখিত অভিযোগ দাখিল করেন, যেখানে শামিমসহ আরও চারজনের নাম উল্লেখ করা হয়েছে। শামিম, যিনি বায়েক ইউনিয়ন যুবলীগের সদস্য এবং মৃত তোতা মিয়া মাস্টারের ছেলে, কোল্লাপাথর গ্রামের পাকপাঞ্জাতন দরবার শরিফের জিকিরের একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেন। ভিডিওটিতে ইমাম একটি কমেন্ট করেন, যা নিয়ে পরে শামিমের সঙ্গে তার বিরোধ হয়।
১৪ ফেব্রুয়ারি শামিম ইমামকে একটি দাওয়াতে ডেকে নিয়ে তার ওপর শারীরিক আক্রমণ চালান, তাকে মারধর করেন এবং বুকে লাথি মারেন। তবে বুকে লাথি দেওয়ার অভিযোগ অস্বীকার করে শামিম দাবি করেছেন যে, ফেসবুকে কমেন্ট করার কারণে তিনি ইমামকে ফোন করেছিলেন এবং ইমাম তাকে হুমকি দেন।
ইমামের অভিযোগ অনুযায়ী, শামিম এবং তার সহযোগীরা শারীরিকভাবে তাকে নিগৃহীত করেছেন এবং তিনি এর সুষ্ঠু বিচার দাবি করেছেন। এই ঘটনার তদন্ত চলছে এবং কর্তৃপক্ষ ইমামের অভিযোগটি গুরুত্ব সহকারে নিচ্ছে। শামিমের আচরণ স্থানীয় কমিউনিটিতে উদ্বেগ সৃষ্টি করেছে, বিশেষত যুবলীগের নেতা হিসেবে তার অবস্থানকে সামনে রেখে।
তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/15ot3tZ3LM/
মারিয়া