![“রাজাকার রাজাকার” গালি দেওয়ার দিন শেষ: মিজানুর রহমান আজহারী “রাজাকার রাজাকার” গালি দেওয়ার দিন শেষ: মিজানুর রহমান আজহারী](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/05-2502151520.jpg)
ছবি: সংগৃহীত
ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, "রাজাকার শব্দটি এখন আর গালি নয়, এটি এক ধরনের অ্যাওয়ার্ডে পরিণত হয়েছে। পরিস্থিতি বদলে দিতে আল্লাহর সময় লাগে না।"
এক ধর্মীয় মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, "আমাদের মৌলবাদী বলা হয়, কিন্তু আমরা সত্য কথা বলি, দেশপ্রেমের কথা বলি, জনগণের কথা বলি, ইসলামের কথা বলি। দেশের উন্নতি ও সমৃদ্ধির কথা বলার কারণে আমাদের ধর্মব্যবসায়ী বলা হয়। অথচ যারা কুরআনের কথা বলে, ইসলামের সঠিক দিকনির্দেশনা দেয়, তারা কখনোই ধর্মব্যবসায়ী হতে পারে না।"
তিনি মুসলিম সমাজকে ইসলামের পথে থাকার আহ্বান জানিয়ে বলেন, "আলেমদের বিরুদ্ধে দাঁড়াবেন না, বরং তাদের পাশে থাকুন, ভালোবাসুন ও সমর্থন করুন। যারা আলেমদের বিরোধিতা করবে, তাদের জন্য দুনিয়া ও আখিরাত দুটোই ক্ষতির কারণ হবে।"
আজহারী আরও বলেন, "বাংলাদেশের আসল পরিচয় ইসলাম। এদেশে আজান শুনে সূর্য ওঠে, আজান শুনে সূর্য ডোবে, ভালো কিছু হলে সবাই মাশাআল্লাহ বলে, খারাপ কিছু হলে ইন্নালিল্লাহ পড়ে। ইসলামী মূল্যবোধে গড়ে ওঠা এই দেশে ধর্মীয় অনুশাসনের বিরুদ্ধে অবস্থান নেয়া উচিত নয়।"
তিনি ধৈর্যের গুরুত্ব ব্যাখ্যা করে বলেন, "ধৈর্য এমন একটি গাছ, যার চারপাশে কাঁটা থাকলেও তার ফল মিষ্টি। যারা ধৈর্য ধরবে, আল্লাহ তাদের বিশেষভাবে পছন্দ করেন।" তিনি আরও বলেন, "একজন ঈমানদার ব্যক্তি সুখের সময় শোকর আদায় করে, দুঃখের সময় সবর করে। এটি তার জন্য সর্বদা লাভজনক।"
বক্তৃতার শেষ পর্যায়ে তিনি বলেন, "আমাদের নামাজে একাগ্রতা থাকা উচিত। নামাজে দাঁড়ালে মনে রাখা উচিত, হয়তো এটাই জীবনের শেষ নামাজ। এই চিন্তা নিয়ে নামাজ আদায় করলে খুশু-খুজু আসবে, মনোযোগ বৃদ্ধি পাবে।"
মাহফিলে উপস্থিত শ্রোতারা তার বক্তব্যে সাড়া দেন এবং ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ বজায় রাখার আহ্বানে সম্মত হন।
ভিডিও দেখুন: https://youtu.be/PeZMUXOvzJo?si=rCNfnW-b4-hfSnn7
এম.কে.