![বইলেমার ছবিতে সিজনাল ব্যবসায়ীর একাল সেকাল দ্বারা কী ইঙ্গিত করলেন ইলিয়াস? বইলেমার ছবিতে সিজনাল ব্যবসায়ীর একাল সেকাল দ্বারা কী ইঙ্গিত করলেন ইলিয়াস?](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/befunky_2025-1-6_20-39-14-2502151445.jpg)
ছবিঃ সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যমে বইমেলার একটি স্টলের ছবি শেয়ার করেছেন ইলিয়াস হোসাইন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “সিজনাল ব্যবসায়ীর একাল সেকাল।”
শেয়ার করা ছবিতে দেখা যায়, বইয়ের স্টলে জিয়াউর রহমানকে নিয়ে লেখা বই সাজানো রয়েছে। এ নিয়ে কমেন্ট সেকশনে শুরু হয় বিতর্ক।
অনেকেই ইলিয়াসের পোস্টের নিচে মন্তব্য করেন, তিনি জামায়াতপন্থী সমর্থক।
ইলিয়াস হোসাইন এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি। তবে তার পোস্ট ঘিরে রাজনৈতিক বিতর্ক বইমেলার গণ্ডি ছাড়িয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/p/1BQ1tunxVV/
মারিয়া