![বাংলাদেশ প্রসঙ্গে বন্ধু মোদীকে পাত্তা দিলেন না ট্রাম্প! বাংলাদেশ প্রসঙ্গে বন্ধু মোদীকে পাত্তা দিলেন না ট্রাম্প!](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/befunky_2025-1-6_20-8-0-2502151414.jpg)
ছবিঃ সংগৃহীত
জুলকারনাইন সায়ের সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের পররাষ্ট্রনীতি ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কড়া সমালোচনা করেছেন।
তিনি মন্তব্য করেন, “আহ, ব্রহ্মা! কৌশলগত গ্লোবাল সাউথের নিরঙ্কুশ হেভিওয়েট চ্যাম্পিয়ন, 'শুধু মেরা ভারত মহান, বাকি সব বাকওয়াস' বিশেষজ্ঞ। তুমি কি দুঃখিত যে ট্রাম্প নিশ্চিত করলেন, বাংলাদেশের বিপ্লবে ‘মার্কিন ডিপ স্টেট’-এর কোনো ভূমিকা ছিল না? ধন্যবাদ!”
সায়েরের ভাষ্য অনুযায়ী, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনৈতিকভাবে নরেন্দ্র মোদীকে এড়িয়ে গেছেন, বিশেষ করে যৌথ সংবাদ সম্মেলনের সময়। তিনি বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প মোদীকে কৌশলগতভাবে ‘ঘোস্ট’ করেছেন, আর সেটাই ঘটেছে যৌথ প্রেস ব্রিফিংয়ে।”
ভারতের পররাষ্ট্রনীতির সমালোচনা করে সায়ের আরও লেখেন, “এখন তোমাদের পররাষ্ট্রনীতি ‘বিশেষজ্ঞদের’ নিজেকে প্রশ্ন করা উচিত: ‘আমরা তখন নীরব কেন ছিলাম, যখন তথাকথিত মানবতার জননী, যিনি ভোল্ডেমর্টের নারী সংস্করণ ছাড়া কিছু নন, বাংলাদেশকে দুর্নীতি, স্বজনপ্রীতি ও মধ্যরাতের ব্যালট ভরাটের উত্সবে ছিন্নভিন্ন করছিলেন?’”
তিনি ভারতের ভূমিকার প্রসঙ্গ তুলে আরও বলেন, “ভারতের ভূমিকা তখন ঠিক যেন মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো পাশ কাটিয়ে কাবাডি খেলার মতো লাগছিল। মনে আছে?”
সায়েরের এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও বিতর্ক সৃষ্টি করেছে। বিশেষ করে, বাংলাদেশ-ভারত সম্পর্ক ও যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/p/1BQ1tunxVV/
মারিয়া