ঢাকা, বাংলাদেশ   রোববার ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১

রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে ড. ইউনূস

গণঅভ্যুত্থানের যোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নে একসঙ্গে কাজ করার আহ্বান

প্রকাশিত: ২০:০৯, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

গণঅভ্যুত্থানের যোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নে একসঙ্গে কাজ করার আহ্বান

ছবি : সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, গণঅভ্যুত্থানের যোদ্ধাদের আত্মত্যাগকে সার্থক করতে এবং তাদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের প্রথম বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বৈঠকে ঐকমত্য কমিশনের সভাপতি ড. মুহাম্মদ ইউনূস বলেন, “আমরা প্রতিজ্ঞা করি, যেন গণঅভ্যুত্থানের যোদ্ধাদের আত্মত্যাগের প্রতি অসম্মান না জানাই। যে স্বপ্ন ও আদর্শ নিয়ে তারা আত্মত্যাগ করেছিলেন, তা যেন ভবিষ্যৎ প্রজন্ম স্মরণে রাখে। তাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা সবাই মিলে কাজ করব।”

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আরও বলেন, “যদি তারা আত্মত্যাগ না করতেন, তাহলে অনেকের মনে থাকা প্রশ্নগুলোর উত্তর খোঁজার সুযোগ তৈরি হতো না। বহু বছর ধরে আমাদের মনে যে প্রশ্ন ছিল, সেটি করার সুযোগও আমরা পেতাম না। অসংখ্য ছাত্র-জনতা তাদের আত্মত্যাগের বিনিময়ে সেই সুযোগ এনে দিয়েছেন।”

“রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য গঠনের প্রচেষ্টা ”

বৈঠকে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা হয়। বিভিন্ন দলের নেতারা অংশ নিয়ে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে মতবিনিময় করেন।

ঐকমত্য কমিশনের এ বৈঠককে রাজনৈতিক বিশ্লেষকরা গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন, যা ভবিষ্যতে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন গতিপথ নির্ধারণ করতে পারে বলে মনে করা হচ্ছে।

মো. মহিউদ্দিন

×