![সীমান্তে ভারতীয় নারী আটক, র-এজেন্টের আশঙ্কা? সীমান্তে ভারতীয় নারী আটক, র-এজেন্টের আশঙ্কা?](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/১১-10-2502151401.jpg)
ছবি: সংগৃহীত
নীলফামারীতে সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকারী ভারতীয় এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ৫৬ বিজিবির নীলফামারী ব্যাটালিয়ান অধীনস্থ জয়ধরভাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৭৬০/৬০-এস সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
শনিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানায় বিজিবি।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, একজন ভারতীয় নাগরিক শূন্য লাইন অতিক্রম করে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় ৫৬ বিজিবি জয়ধরভাঙ্গা বিওপির একটি টহল দল ভারতীয় নাগরিক এক নারীকে আটক করতে সক্ষম হয়। উক্ত মহিলাকে তার ঠিকানা জিজ্ঞাসাবাদ করলে তিনি হিন্দি ভাষায় জানায় তার বাড়ি দিল্লীতে ও শ্বশুড়বাড়ি বাংলাদেশের বগুড়ায়। তবে তার কথা বার্তায় বোঝা যায় তিনি মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। যেহেতু তিনি হিন্দি ভাষায় কথা বলে সেহেতু তাকে ভারতীয় নাগরিক হিসেবে ধারণা করা হয়। এ ব্যাপারে বাংলাদেশ জয়ধরভাঙ্গা বিওপি কমান্ডার কর্তৃক ভারতের ৯৩ বিএসএফ ব্যাটালিয়ন এর শ্যাম বিএসএফ ক্যাম্প কমান্ডারকে জানানো হয়।
পরবর্তীতে একই দিন বিকালে বিজিবি-বিএসএফ বিওপি/ক্যাম্প কমান্ডার পর্যায় পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ কর্তৃক তাকে ভারতীয় নাগরিক বলে শনাক্ত করা হয়। পরে অফিসিয়াল পদ্ধতিতে বিএসএফ এর নিকট হস্তান্তর করা হয়। এ ঘটনায় বিএসএফ এর পক্ষ হতে বিজিবিকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সদর দপ্তর বিজিবি এর নির্দেশনা অনুযায়ী দায়িত্বপূর্ণ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি শক্ত অবস্থানে রয়েছে। যে কোনো মূল্যে অবৈধ অনুপ্রবেশ রোধে ৫৬ বিজিবি কঠোর নজরদারি নিশ্চিতের পাশাপাশি অনুপ্রবেশ বন্ধে সদা প্রস্তুত রয়েছে।
এসইউ