![বঙ্গবন্ধুকে সোহরাওয়ার্দীর বডিগার্ড বলেছেন পিনাকী, কেন এই নামকরণ? বঙ্গবন্ধুকে সোহরাওয়ার্দীর বডিগার্ড বলেছেন পিনাকী, কেন এই নামকরণ?](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/befunky_2025-1-6_18-39-39-2502151311.jpg)
ছবিঃ সংগৃহীত
পিনাকী ভট্টাচার্য দাবি করেছেন, বঙ্গবন্ধুর এই উপাধি প্রয়াত নেতা তোফায়েল আহমেদ দিয়েছিলেন, তবে তিনি উপহাসের ছলে বলেন এর আনুষ্ঠানিক আকিকা হয়নি। তিনি বলেন, “সোহরাওয়ার্দীর বডিগার্ডের নাম মুজিব থেকে বদলে বঙ্গবন্ধু দিয়েছিলেন তোফায়েল আহমেদ। কিন্তু আকিকা হয়নি, তাই আমরা বঙ্গবন্ধু নামটি মানি না। আকিকা দিক, ভালো-মন্দ খাওয়াক, তখন দেখব।”
তাঁর এই বক্তব্য নিয়ে রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনা শুরু হয়েছে।
তিনি জানিয়েছেন, গাজীপুর ও বেতবুনিয়ার ভূ-উপগ্রহ কেন্দ্রগুলোর নাম পরিবর্তন করা হয়েছে। গাজীপুরের ‘সজীব ওয়াজেদ জয় ভূ-উপগ্রহ কেন্দ্র’-এর নতুন নামকরণ করা হয়েছে ‘প্রাইমারি ভূ-উপগ্রহ কেন্দ্র, গাজীপুর’ এবং বেতবুনিয়ার ‘সজীব ওয়াজেদ জয় ভূ-উপগ্রহ কেন্দ্র’ এখন ‘সেকেন্ডারি ভূ-উপগ্রহ কেন্দ্র, বেতবুনিয়া’ নামে পরিচিত হবে।
নাম পরিবর্তনের সঙ্গে সংশ্লিষ্ট সব সাইনবোর্ড ও নামফলকও হালনাগাদ করা হয়েছে বলে জানা গেছে।
এছাড়া, দেশের প্রথম যোগাযোগ স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’-এর নামের পরিবর্তন আনা হয়েছে। নতুন নাম হিসেবে ‘বাংলাদেশ স্যাটেলাইট’ নির্ধারণ করা হয়েছে।
নাম পরিবর্তনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ প্রশ্ন তুলছেন, নতুন নামকরণের আনুষ্ঠানিকতা ঠিকমতো অনুসরণ করা হয়েছে কি না। তবে কর্তৃপক্ষ এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/p/1DKdCLJfPM/
মারিয়া