ঢাকা, বাংলাদেশ   রোববার ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১

সীমান্তে ভারতীয় নারী আটক, পরবর্তীতে বিএসএফের কাছে হস্তান্তর

স্টাফ রিপোর্টার, নীলফামারী

প্রকাশিত: ১৮:৪৬, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

সীমান্তে ভারতীয় নারী আটক, পরবর্তীতে বিএসএফের কাছে হস্তান্তর

ছবি: জনকণ্ঠ

নীলফামারী সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকারী ভারতীয় এক নারীকে আটক করেছে ৫৬ বিজিবি-র নীলফামারী ব্যাটালিয়ন সদস্যরা। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে জয়ধরভাঙ্গা বিওপির দায়িত্বাধীন সীমান্ত পিলার ৭৬০/৬০-এস সংলগ্ন এলাকা থেকে ওই নারীকে আটক করা হয়।

৫৬ বিজিবি কর্তৃক প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, একজন ভারতীয় নাগরিক শূন্যরেখা অতিক্রম করে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে, বিজিবির জয়ধরভাঙ্গা বিওপির টহল দল তাকে আটক করে। জিজ্ঞাসাবাদে ওই নারী হিন্দি ভাষায় জানান, তার বাড়ি ভারতের দিল্লিতে এবং শ্বশুরবাড়ি বাংলাদেশের বগুড়ায়। তবে কথাবার্তা এবং আচরণে তিনি মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়েছে।

বিজিবি জানায়, ওই নারী হিন্দি ভাষায় কথা বলার কারণে তাকে ভারতীয় নাগরিক হিসেবে চিহ্নিত করা হয়। বিষয়টি বাংলাদেশ জয়ধরভাঙ্গা বিওপি কমান্ডার ভারতের ৯৩ বিএসএফ ব্যাটালিয়নের শ্যাম বিএসএফ ক্যাম্প কমান্ডারকে অবহিত করেন। একই দিন বিকেলে বিজিবি-বিএসএফের বিওপি/ক্যাম্প কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ কর্তৃক ওই নারীকে মানসিক ভারসাম্যহীন ভারতীয় নাগরিক হিসেবে শনাক্ত করা হয়। পরে অফিসিয়াল প্রক্রিয়ার মাধ্যমে তাকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।

বিএসএফ এ ঘটনায় বিজিবিকে আন্তরিক ধন্যবাদ জানায়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সদর দপ্তর বিজিবি কর্তৃক দেওয়া নির্দেশনা অনুযায়ী সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি অভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা চালিয়ে যাচ্ছে। সীমান্ত এলাকা দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ৫৬ বিজিবি কঠোর অবস্থান নিয়েছে এবং সর্বদা সতর্ক রয়েছে।

সায়মা ইসলাম

×