ঢাকা, বাংলাদেশ   রোববার ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১

রাজধানীতে মধ্যরাতে ভাই-বোনের গুলিবিদ্ধের ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য

প্রকাশিত: ১৮:৪৬, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

রাজধানীতে মধ্যরাতে ভাই-বোনের গুলিবিদ্ধের ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য

রাজধানীর মিরপুরে মধ্যরাতে রাস্তায় ভাই-বোনের গুলিবিদ্ধের ঘটনায় দেশজুড়ে দেখা দিয়েছে চাঞ্চল্য।

তাদের একজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। গুলিবিদ্ধদের অভিযোগ, স্থানীয় এক ছিনতাইকারীকে আটকে পুলিশে দেওয়ার কারণে শত্রুতাবশত এ ঘটনা ঘটানো হয়েছে।

গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মিরপুর ১১ নম্বর সেকশনের ই-ব্লকের ১ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাঁদের দুজনকে আজ শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে ভাইকে ভর্তি নিয়ে বোনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আহতেরা হলেন মো. জসিম উদ্দিন (৪৪) ও তাঁর বোন শাহিনুর বেগম (৩২)।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম  বলেন, ‘দুজন গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার সংবাদ পেয়েছি। বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে

ফুয়াদ

×