![ডক্টর ইউনুস আপনি নিজেকে সংস্কার করেন আগে ডক্টর ইউনুস আপনি নিজেকে সংস্কার করেন আগে](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/14-2501251831-2501261807-2502150935.jpg)
ছবি : সংগৃহীত
বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীদের প্রসঙ্গে কথা বললেন আইনজীবী মাসুদ কামাল।
তিনি বলেন, ডক্টর ইউনুস কিন্তু প্রথমবার বলেছিলেন যে সবচেয়ে আগে সংস্কার করতে হবে। আমাদের নিজেদের সংস্কার করতে হবে। ডক্টর ইউনুস এ পর্যন্ত দায়িত্ব নেওয়ার পর যতগুলি কথা বলেছেন এটা আমার কাছে মিলিয়ন ডলার একটা সেন্টেন্স ছিল।
তিনি আরো বলেন, আপনি সিম্পল একটা কাজ করেন এই সরকার ১০ টা ব্যবসায়ী প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে। যারা নাকি সবচেয়ে বেশি অর্থ লোপাট করেছে। অর্থ বিদেশে রপ্তানিতে পাচার করেছে। আপনি খালি একটা খবর নেন, এই দশটা কোম্পানির যত আইনজীবী আছে। এরা কারা? একটাও এখানে আওয়ামী লীগের আইনজীবী নাই। আর থাকলেও মূল আইনজীবীর সামনে কারা, কোর্টের সামনে দাঁড়ায় কারা? হয় তারা বিএনপি, নয় জামাত।
এ প্রসঙ্গে তিনি বলেন, বাস্তবতাটা খেয়াল করেন আগের বিচারক অনেকে রয়ে গেছে। আওয়ামী লীগের সুবিধাপ্রাপ্ত বিচারক অনেকে রয়ে গেছে। তারা যখন দেখবে তার সামনে একজন বিএনপির আইনজীবী নেতা দাঁড়িয়ে গেছে অথবা তার চেম্বার দাঁড়িয়ে গেছে সে কি করবে। এই বসুন্ধরা কেন ছাড়া পেয়ে গেল, ওবায়দুল করিম কেন ছাড়া পেয়ে গে্ল, সালমান রহমানের বেক্সিমকে কেন ছাড়া পেয়ে গেল।
সবশেষ তিনি বলেন, কিন্তু কাদের জন্য ছাড়া পেল অথবা এদেরকে ছাড়া পাইতে কে সহযোগিতা করল। বিএনপির কোন আইনজীবী নেতা নাই যারা নাকি এই ১০ টা প্রতিষ্ঠানে মামলা করতেছে না দেখান।
ডক্টর ইউনুসের নাম তুলে বলেন, নিজেকে সংস্কার করেন আগে। তার মানে আপনি তো এদেরকে টিকায় রাখতে চাচ্ছেন।
শিলা ইসলাম