![ছাত্রশিবির আদর্শের জায়গায় জিরো টলারেন্স ছাত্রশিবির আদর্শের জায়গায় জিরো টলারেন্স](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/asfx2-2502150644.jpg)
ছাত্রশিবির সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম। ছবিঃ সংগৃহীত
ছাত্রলীগের সাথে যুক্ত হওয়ার অভিযোগ ভিত্তিহীন, এবং বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির তাদের আদর্শ নিয়ে কখনো আপোষ করে না বলে জানিয়েছেন ছাত্রশিবির সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম।
আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন ছাত্রলীগের ভেতরে ছাত্রশিবির ঢুকে গিয়েছিলো, এমন অভিযোগের জবাবে সাদ্দাম বলেন, অভিযোগের কোনো সত্যতা নেই। যেসব ছবি প্রমাণস্বরূপ দেখানো হয় সেগুলোর যথোপযুক্ত ব্যাখ্যাও দেওয়া হয়েছিলো। আওয়ামী লীগের আমলে ছাত্রলীগের সম্মতি ছাড়া আবাসিক হলে কোনো প্রোগ্রাম করতে হলে তারা প্রোগ্রাম বন্ধ করে দিতো। সে কারণে প্রোগ্রামগুলো বাস্তবায়ন করার জন্য ছাত্রলীগের কাছে যেতে হয়েছে।
ছাত্রশিবির তাদের আদর্শের জায়গায় জিরো টলারেন্স। বিভিন্ন সময়ে বিভিন্ন ক্যাম্পাসে শুধু ইসলামি ছাত্রশিবির নামের সাথে যুক্ত থাকার কারণে নানা রকম নির্যাতনের শিকার হতে হয়েছে। যা থেকে বাঁচার জন্য এবং ছাত্রত্ব শান্তিপূর্ণভাবে শেষ করা ও আবাসিক হলে থাকার উদ্দেশ্যে কিছু রীতিবিরুদ্ধ পদক্ষেপ নিতে হয়েছে।
মুমু