![উদ্ধার করা হলো আবু সাঈদকে হত্যার গুম করা সিসিটিভি ফুটেজ উদ্ধার করা হলো আবু সাঈদকে হত্যার গুম করা সিসিটিভি ফুটেজ](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/abu-s-cd9dd8aede75cd8a2e29b0125a870ac9-1-2502150622.jpg)
ছবিঃ সংগৃহীত
উদ্ধার করা হয়েছে শহীদ আবু সাঈদকে গুলি করার সিসিটিভি ফুটেজ। ফুটেজে দেখা যাচ্ছে শহীদ আবু সাঈদ দুই হাত পাখির ডানার মতো মেলে ধরে দাড়িয়েছেন, তার একটু পরেই তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। ভিডিওতে তখন শোনা যায়, একজন লোক বলছেন গুলি লাগছে গুলি লাগছে।
পতিত সরকার আবু সাঈদের মৃত্যু পুলিশের গুলিতে হয়নি বলে লুকানোর জন্য সিসিটিভি ফুটেজ গুম করে ফেলেছিলো। অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম ভিডিওটি শেয়ার করেছেন তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে।
রিফাত