![সালমানকে সরাসরি হুমকি দিল নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সালমানকে সরাসরি হুমকি দিল নিষিদ্ধ ছাত্রলীগ নেতা](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/33-25-1-2502150557.jpg)
ছবিঃ সংগৃহীত
মডেল ও ইউটিউবার সালমান মুক্তাদিরকে সরাসরি হুমকি দিলো নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। নাজমুল তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে সালমান মুক্তাদিরের একটি ছবি শেয়ার করে লিখেন, তুই যত বড় হ্যাডমওয়ালার পুত্রই হওনা কেন অথবা যতো শক্তিশালী বাপের জামাই হওনা কেন তোর বিচার রাজপথেই হবে।
বুঝছো পুরুষ সানি লিয়ন? জাস্ট চিল নাউ বাট নট ফর লং।
উল্লেখ্য যে, সালমান মুক্তাদির গণ-অভ্যুত্থানে পতিত সরকারের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেন।
রিফাত