ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১

পাঞ্জাবি ছেলেরা আমার বোনদের বিয়ে করলে সুন্দর সুন্দর ভাগ্না-ভাগ্নি হত

প্রকাশিত: ১০:৪০, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

পাঞ্জাবি ছেলেরা আমার বোনদের বিয়ে করলে সুন্দর সুন্দর ভাগ্না-ভাগ্নি হত

ছবি : সংগৃহীত

পাঞ্জাবি ছেলেরা আমাদের বোনদের বিয়ে করলে সুন্দর সুন্দর ভাগনা ভাগ্নী হতো কত ভালো হতো এমন ধরনের মন্তব্য করেন আইনজীবী ফজলুর রহমান। 

সম্প্রতি এক গ্ণমাধ্যমের টকশোতে বক্তব্য রাখেন বাংলাদেশি আইনজীবী ও মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। জনপ্রিয় এই মুখ টকশোতে এমন বক্তব্য রাখেন। 

তিনি বলেন, আমি ধরে নিলাম শেখ মুজিবুর রহমান খারাপ। ১৯৬৬ সালে এই লোক ছয় দফা দিয়েছিল। 

এই প্রসঙ্গে তিনি আরো বলেন, সে তখন বলেছে আমি শোষিত হচ্ছি। আমরা বাঙালিরা শোষিত হচ্ছি। আগে কত ভালো ছিল তাই না? 

একটু ব্যঙ্গ করেই তিনি বলেন, আমাদের সাধের পাকিস্তান ছিল।কত ভালো হতো পাঞ্জাবি সুন্দর সুন্দর ছেলেরা আমাদের বোনদের এসে বিয়ে করত। তারপর আমাদের সুন্দর সুন্দর ভাগ্না-ভাগ্নে হত। 

প্রসঙ্গত, ফজলুর রহমান একজন বাংলাদেশী আইনজীবী। তিনি ছিলেন মহান মুক্তিযোদ্ধা। বহু বছর আওয়ামী লীগ রাজনীতিতে যুক্ত ছিলেন।

শিলা ইসলাম

×