![আয়নাঘরের দেয়ালে লেখা ‘ওরা মিথ্যাই বলবে’, ‘আল্লাহু’: আসিফ সৈকত আয়নাঘরের দেয়ালে লেখা ‘ওরা মিথ্যাই বলবে’, ‘আল্লাহু’: আসিফ সৈকত](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/WhatsApp-Image-2025-02-12-at-55108-PM-2502150358.jpeg)
ছবিঃ সংগৃহীত
অনলাইন অ্যাক্টিভিস্ট ও সমালোচক আসিফ সৈকত তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে আয়নাঘরের ছবি শেয়ার করে বলেছেন, "ওরা মিথ্যাই বলবে", "আল্লাহু"। গজওয়াতুল হিন্দের প্রথম পর্বে আলেম সমাজ, মাদ্রাসার ছাত্রদের বেছে বেছে টার্গেটেড কিলিং করা হয়েছে। খেয়াল করে দেখবেন, যেই ছোটো বাচ্চাটা ইউটিউবার ছিলো, ইসলামিক গজল গাইতো, ফিলিস্তিন নিয়ে সোশ্যাল ইনফ্লুয়েন্সার ছিলো- খুব টার্গেট করে তাকে তুলে নিয়ে ৩ বছর আয়নাঘরে আটকে রেখে ক্রসফায়ারে হত্যা করা হয়েছে।
আমাদের জঙ্গী নাটকের গল্প শুনিয়েছে, আমাদের মুসলিম নামধারী নট নোটিরা হাততালি দিয়ে বলেছে- "ওয়াও"। একটা কথা সুস্পষ্ট মাথায় গেঁথে রাখুন আমাদের সবচেয়ে বড় শত্রু হবে সেকুল্যার আর শাহবাগীরা। এদের আগে দমন করেই আপনাকে ইসলাম রক্ষার্থে মূল প্রতিপক্ষের সাথে লড়তে হবে।
রিফাত